X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৯:৩২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫৫



বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খালাশ চেয়ে করা আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার (১৭ জুলাই) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
আপিলের তৃতীয় দিনের শুনানি শেষে সোমবার (১৬ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি মুলতবির আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রেজাক খান। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
শুনানির শুরুতেই খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মাদ আলী আপিলের জন্য তৈরি পেপারবুকে অনেক নথিপত্র না থাকার বিষয়ে আদালতকে অবহিত করেন। পরে তার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। এরপর আদালত আগামী রবিবারের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে খালেদা জিয়ার আইনজীবীদের একটি সম্পূরক পেপারবুক দেওয়ার নির্দেশ দেন।
এরপর এ মামলায় তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু করেন খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান। এ সময় তিনি মামলার সাক্ষীদের বক্তব্য আদালতকে পড়ে শোনান।
পরে নির্ধারিত সময়ের শুনানি শেষে আদালত আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
গত ১২ জুলাই খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি করেন হাইকোর্ট। পরে খালেদা জিয়ার আইনজীবীদের শুনানি নিয়ে মামলাটি রবিবার (১৫ জুলাই) পর্যন্ত মুলতবি রাখা হয়। এছাড়া ওই দিন এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন ১৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এ মামলায় দ্বিতীয় দিনের মতো শুনানি হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাশ চেয়ে খালেদা জিয়ার আপিলসহ চারটি আবেদনের ওপর শুনানি হবে। খালেদা জিয়া আপিল ছাড়াও এ মামলা শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদণ্ড পাওয়া দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপিল।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

 

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত