X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৮, ২৩:৫৬আপডেট : ২২ জুলাই ২০১৮, ২৩:৫৮

চট্টগ্রাম থেকে বাসে ঢাকায় আসার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে রহস্যজনকভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তার নাম সাইদুর রহমান পায়েল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারে পড়েন। শনিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বাস থেকে নেমে যাওয়ার পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পায়েলের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব। তিনি বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান।প্রাথমিক তদন্তে জানা যায়, কুমিল্লার একটি রেস্টুরেন্টে বাস থামালে পায়েল সেখানে নেমে যান। পরে আর তিনি ওই বাসে ওঠেননি।

বন্দর থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তের পর জানতে পারি ছেলেটি কুমিল্লায় বাস থেকে নেমেছিল। এ কারণে পরিবারের সদস্যদের কুমিল্লায় সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিয়েছি।’ পায়েলের মামা গোলাম সরোয়ার্দী বিপ্লব জানান, ‘রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় থাকতেন পায়েল। চট্টগ্রামের হালিশহর এলাকায় তার বাড়ি। শনিবার রাতে তিনি ছুটি কাটিয়ে অপর দুই বন্ধুর সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে কুমিল্লায় একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে বন্দর এলাকায় বাস থেকে নামেন। সেখানে বাসের চালক ও সহযোগী তাকে বাসে না তুলেই চলে আসে।’

বিপ্লব জানান, তার সঙ্গে যে দুই বন্ধু ছিলো, তারা ঘুমিয়ে থাকার কারণে পায়েলের নামার বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি। পরিবারের সদস্যরা রাতে পায়েলের মোবাইলে ফোন করলে ওই বাসে থাকা তার এক বন্ধু ফোন রিসিভ করে ‘পায়েল সিটে নাই’ বলে জানায়। পুরো বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।

এদিকে যোগাযোগ করা হলে হানিফ পরিবহনের ওই বাস চালকের সহযোগী জনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লার মুরাদগঞ্জের কাছে যানজটে আটকা পড়লে পায়েল প্রসাব করতে বাস থেকে নেমে যান। পরে তাকে ডাকা হলে তিনি যাবেন না এবং বাস চলে যেতে বলেন।’

/এনএল/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ