X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে সিলেটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ০৬:৩৪আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০৬:৩৬

৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে সিলেটে সিলেটের গোয়াইনঘাটে নির্মিত হবে ৫ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র। আগামী এক বছরের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসবে। জাপানের আইকাই সোজি এবং বাংলাদেশের সান সোলার পাওয়ার লিমিটেড যৌথভাবে এই কেন্দ্র নির্মাণ করবে।
বৃহস্পতিবার (২ আগস্ট) বিদ্যুৎ ভবনে এ বিষয়ে দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর চেয়ারম্যান খালেদ মাহমুদ।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি সাক্ষরের ১২ মাসের মধ্যেই কেন্দ্রটটি উৎপাদনে আসবে। ২০ বছর মেয়াদি কেন্দ্রটির বিদ্যুতের দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৯০ সেন্ট/কিলোওয়াট/ঘণ্টা। সিলেটে অবস্থিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর পিবিএস ২ এর ১১ কেভি সাবস্টেশন থেকে কেন্দ্রটি মাত্র ৪ কিলোমিটার দূরে এই সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে পিডিবির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে পিডিবির পক্ষে কোম্পানির সচিব মিনা মাসুদ উজ জামান এবং আইকাই সোজি আর সান সোলারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন মৃধা স্বাক্ষর করেন। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তিতে সই করেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়জুল আমিন।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেন, সৌর বিদ্যুৎ নিয়ে অনেক চুক্তি হয়েছে। কোনোটিই এখনও আলোর মুখ দেখেনি। আমরা খুব হতাশ। তাই এবার এই কেন্দ্র নির্মাণে সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়ে যাতে কেন্দ্রটি উৎপাদনে আসে সে বিষয়ে সবাইকে জোর দিতে হবে।

পিডিবির চেয়ারম্যান বলেন, সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি বৈচিত্র্য আনছে। নবায়নযোগ্য জ্বালানি তারমধ্যে উল্লেখযোগ্য।

/এসএনএস/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস