X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক সমিতির ৪টি ভিজিলেন্স কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৮, ০২:২৫আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০২:৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক সমিতির ৪টি ভিজিলেন্স কমিটি সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো মনিটরিং করার জন্য মালিক-শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে চারটি ভিজিলেন্স কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।
এর আগে গতকাল (৮ আগস্ট) সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় ঢাকাভিত্তিক পরিবহন মালিকদের এই সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চুক্তিভিত্তিক গাড়ি না চালানো; রুট পারমিট, ফিটনেস সনদ ও চালকের লাইসেন্স না থাকলে সড়কে বাস না নামানো এবং প্রতিদিন টার্মিনাল থেকে পরিবহন বের হওয়ার সময় সংশ্লিষ্টদের কাগজপত্র দেখা। পাশাপাশি আইন অমান্যকারী চালকের লাইসেন্স বাতিলের সুপারিশসহ সাংগঠনিক ব্যবস্থা, মাদকাসক্ত চালককে বাস না দেওয়া ও বাসের ভেতর টিকিট না বেচার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য এ চারটি কমিটি গঠন করা হলো।
খন্দকার এনায়েত উল্যাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৮ আগস্ট সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো বাস্তবায়ন করার জন্য সব কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এর পরেও আমরা দেখেছি কয়েকটি কোম্পানি এসব মানছে না। এজন্য আজ বৃহস্পতিবার পাঁচটি কোম্পানির সাংগঠনিক নিবন্ধন বাতিল করেছি। পাশাপাশি মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান-টিভিসি রোড, ফুলবাড়িয়া সিটি স্টপওভার বাস টার্মিনাল এবং মিরপুর, পল্লবী ও গাবতলী অঞ্চলের মালিক-শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে চারটি ভিজিলেন্স টিম গঠন করা হয়।

 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট