X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দাবায় ছেলের নৈপুণ্যে ব্রি‌টে‌নে বসবা‌সের অনুম‌তির মেয়াদ বাড়লো বাবা-মা’র

মুন‌জের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১১ আগস্ট ২০১৮, ১৮:৪৯আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২০:৪৭

মেডেল হাতে হাস্যোজ্জ্বল শ্রেয়াস ভিসা জ‌টিলতার কারণে ভার‌তীয় বংশোদ্ভূত জি‌তেন্দর সিং পরিবার নিয়ে ব্রি‌টে‌নে বসবা‌সের অনুমতিই পাচ্ছিলেন না। আগামী মা‌সে (সে‌প্টেম্বরে) প‌রিবারের‌ সদস্যদের নিয়ে ভার‌তে ফি‌রে আসার কথাও ছিল। তবে জি‌তেন্দর সিংয়ের ৯ বছর বয়সী ছেলে শ্রেয়া‌সে’র দাবায় অনন্য নৈপুণ্য বিবেচনায় ভাগ্যের শিকে খুলে যায়। জি‌তেন্দর সিংকে দেওয়া হ‌য়েছে নতুন কা‌জের ভিস‌া।
‘শ্রেয়াস বিশ্বজু‌ড়ে তার প্রজ‌ন্মের সেরা দাবাড়ু‌দের একজন। তার দল একদিন বিশ্ব চ্যা‌ম্পিয়ন হ‌তে পা‌রে’ এই বিবেচনায় শ্রেয়াসের পু‌রো প‌রিবারকে ব্রি‌টে‌নে বসবা‌সের অনুম‌তি দেওয়া হয়। ‌ব্রি‌টে‌নে এ ধর‌নের ভিসা দেওয়ার ন‌জির খুব একটা নেই। জি‌তেন্দর সিং এক‌টি আইটি প্রক‌ল্পের ব্যবস্থাপক হি‌সে‌বে কাজ কর‌ছেন ব্রি‌টে‌নে। এর আগে ভিসার মেয়াদ না বাড়ি‌য়ে তাকে ভার‌তে ফি‌রে যাওয়ার কারণ হি‌সে‌বে বলা হ‌য়ে‌ছিল, ‘তি‌নি বছ‌রে ১২ হাজার পাউন্ড আয় কর‌তে ব্যর্থ হ‌চ্ছেন, যে‌টি তার ভিসার শ‌র্তে ছিল।’






জানা গেছে, শ্রেয়‌াস দাবা’য় একদিন ইংল্যা‌ন্ডের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, এমন প্রত্যাশা তার ক্লা‌বের। অথচ ভিসা জ‌টিলতায় তার মা-বাব‌া‌কে ব্রি‌টে‌নে বসবা‌সেরই অনুমতি দেয়া হ‌চ্ছিল না। আগামী মা‌সে (সে‌প্টেম্বরে) প‌রিবার‌টির ভার‌তে ফি‌রে যাওয়ার কথা ছিল। কিন্তু শ্রেয়া‌সের সমর্থক‌রা এ সিদ্বা‌ন্তের বিরু‌দ্ধে ক্যা‌ম্পেইনে নামেন। এরপর ব্রি‌টে‌নের হোম সে‌ক্রেটারি সা‌জিদ জা‌ভিদের হস্ত‌ক্ষে‌পে দাবায় শ্রেয়াসের নৈপুণ্যের কথা ভেবে 'ব্যতিক্রমী প‌রি‌স্থি‌তি' বি‌বেচনায় জি‌তেন্দর সিংকে নতুন কা‌জের ভিস‌া দেওয়া হ‌য়।
মেডেল হাতে আরেকটি ছবি শ্রেয়াসের এ বিষয়ে যুক্তরাজ্যের হোম সে‌ক্রেটারি সা‌জিদ জা‌ভিদ ব‌লেন, ‘শ্রেয়া‌সের বিষয়‌টি বি‌বেচনায় নি‌য়ে আমার ব্যক্তিগত সিদ্ধান্তে প‌রিবার‌টি‌কে ব্রি‌টে‌নে থাকার অনুমতি দি‌য়ে‌ছি। কারণ, শ্রেয়াস বিশ্বজু‌ড়ে তার প্রজ‌ন্মের সেরা দাবাড়ু‌দের একজন।’
সাউথ লন্ড‌নের বাটারসা চেস ক্লা‌বের একজন সদস্য শ্রেয়াস। ক্লাবটির স‌চিব লি‌য়েন ওয়াটসন ব‌লেন, ‘ইংল্যা‌ন্ডের বিশ্ব চ্যা‌ম্পিয়ন হ‌তে পা‌রে এ দলটি। উল্লেখ্য, শ্রেয়াস তিন বছর বয়স থে‌কে প‌রিবা‌রের সঙ্গে ব্রি‌টে‌নে বসবাস কর‌ছে। শুধুমাত্র ছেলের যোগ্যতায় ভিসার মেয়াদ বাড়ানোয় সরকার‌কে ধন্যবাদ জা‌নি‌য়ে‌ছেন জি‌তেন্দর সিং।
প্রসঙ্গত, শুধু শ্রেয়াস নয়, সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকা‌পেও ইংল্যান্ড দ‌লের সাফ‌ল্যের নেপ‌থ্যে ছি‌লেন এশিয়‌ান ও আফ্রিকান বং‌শোদ্ভূত ব্রি‌টিশরা। বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ১৫ বছর বয়সী র‌বিন জয় দাশ ইংল্যা‌ন্ডের ক্লাব ক্রি‌কে‌টে ২০০ রা‌নে অপরা‌জিত থাকার নতুন রেকর্ড গ‌ড়ে‌ছেন। র‌বিন সি‌লে‌টের সুনামগ‌ঞ্জের আদি বা‌সিন্দা। এসেক্স ক্লা‌বের বোর্ড ডি‌রেক্টর জাওয়ার আলী ব‌লে‌ছেন, ‘ক্রীড়‌াঙ্গ‌নে ব্রি‌টেন‌কে আন্তর্জাতিক পর্যা‌য়ে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা আছে বহু ব্রি‌টিশ বাংলা‌দেশির। ভাগ্য ও সু‌যো‌গের অভা‌বে সে‌টি হ‌চ্ছে না।’

/ওআর/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
সর্বশেষ খবর
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
বাড্ডায় মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
দুই আনক্যাপড ক্রিকেটারকে নিয়ে প্রোটিয়াদের বিশ্বকাপ দল 
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
লাশের সুরক্ষায় আইন প্রণয়ন ও কঙ্কাল চুরি প্রতিরোধে ব্যবস্থা নিতে রুল
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা