X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এফএম বেতারের সহযোগিতা চাইলেন দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ২২:২৭আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২২:৩৫





মতবিনিময় সভা

ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধকে আরও শানিত করতে বিশেষ বার্তা প্রচারে এফএম বেতারের সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফএম বেতারের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ সহযোগিতা চান তিনি।
দুদক চেয়ারম্যান ইকবার মাহমুদ বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের অভিযোগ কেন্দ্র হটলাইন ১০৬ এবং বিভিন্ন মাধ্যমে কমিশনে হাজার হাজার অভিযোগ আসে। তবে এসব অভিযোগের অধিকাংশই কমিশন আইনের তফসিলবহির্ভূত হওয়ায় কমিশনের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। এতে অভিযোগকারীদের কাছে ভুল বার্তা যায় এবং তারাও হতাশ হন।’ তাই কমিশনের আইনি ম্যান্ডেট ব্যাপক প্রচারের জন্য তিনি এফএম বেতারের নির্বাহীদের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় এফএম বেতার প্রতিনিধিরা তাদের রেটিং মান মূল্যায়ন প্রতিষ্ঠান MRB Global-এর গবেষণা পদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ জানিয়ে দুদকের হস্তক্ষেপ কামনা করেন।
সড়ক বিশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আইন তৈরি করা হয় আইন মানার জন্য, তা ভাঙার জন্য নয়। বিআরটিএ’র বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কমিশন সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে। বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে। গ্রেফতার করা হয়েছে। তারপরও তাদের বিষয়ে অভিযোগের অন্ত নেই। কমিশন তাদের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’
কীভাবে উল্টোপথে গাড়ি চলে প্রশ্ন রেখে দুদক চেয়ারম্যান বলেন, ‘এটা অবশ্যই থামাতে হবে। পদচারী সেতু রয়েছে অথচ আমরা কেউ ব্যবহার করবো না, এটাও হতে পারে না।’ যারা আইন প্রয়োগ করবেন তারা সবার আগে আইন মানবেন— এটা জনসাধারণ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কেউ যদি আইন অমান্য করে দুর্নীতি করেন, তাহলে তার বিরুদ্ধে অন্যান্য নাগরিকের বিরুদ্ধে যেভাবে আইন প্রয়োগ করা হয় একইভাবে আইন প্রয়োগ করা হবে। এক্ষেত্রে ঘরে-বাইরে কাউকেই কোনও অনুকম্পা দেখানো হবে না।’
বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির তদন্ত প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতির তদন্ত দ্রুত শেষ হবে।’
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেডিও ভূমি’র শামস সুমন, পিপলস রেডিও’র আব্দুল আউয়াল, রেডিও টুডে’র মো. সোয়েবুল হক, এবিসি রেডিও’র তালাত মাহমুদ প্রমুখ।

 

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস