X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট আত্মোপলব্ধির দিন: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৬:৫১আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৭:২১





ইকবাল মাহমুদ

‘১৫ আগস্ট আত্মোপলব্ধির দিন, আজ নিজেকে নিজেদের জিজ্ঞাসা করতে হবে গত ১৫ আগস্ট থেকে আজকের ১৫ আগস্ট অর্থাৎ গত এক বছরে মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক বৈষম্য থেকে মুক্তি, অর্থনৈতিক বৈষম্যহীন দেশ গড়ার জন্য আমরা কতটুকু করেছি। এই প্রশ্নের জবাবের মাধ্যমেই নিজের মূল্যায়নের উত্তর পাবেন।’ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘আজ জাতীয় শোক দিবস যেমন সত্য, তেমনি আজকের দিনটি লজ্জার এবং কলঙ্কেরও দিন। কারণ, আমি এমন একটি দেশের নাগরিক, যে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধু জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেই দেশেরই কতিপয় দুর্বৃত্ত তাকে নির্মমভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি, তাই এই কলঙ্ক জাতি হিসেবে মোচন করা সম্ভব নয়। এমনকি এ কলঙ্ক ভবিষ্যতে হাজার বছর পরের প্রজন্মকেও বহন করতে হতে পারে।’
বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘তবে এই লজ্জা বা কলঙ্ক কিঞ্চিত পরিমাণে হলেও লাঘব করতে পারি যদি আমরা বঙ্গবন্ধুর সেই অমিয় বাণী “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” অর্থাৎ মুক্তি তথা দারিদ্র্য, ক্ষুধা ও অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন সেই সংগ্রামে নিজেদের আত্মনিয়োগ করতে পারি।’
তিনি বলেন, ‘আজ শপথ নেওয়ার দিন, শোককে শক্তিতে পরিণত করে দুর্নীতি নামক অশুভ শক্তির লাগাম টেনে ধরতে হবে। আসুন, আমরা যে যেখানে যে অবস্থতেই থাকি না কেন আগামী প্রজন্মের সোনালি ভবিষ্যৎ এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে একই সুতায় গেঁথে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো; যে যে প্রতিষ্ঠানে কাজ করবো সে সেই প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত রাখবো। তবেই আজকের এই কলঙ্ক দিবস, লজ্জার দিবস, শোক দিবস সার্থক হবে। তা না হলে এই আলোচন সভা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আলোচনা করে কোনও লাভ হবে না। আলোচনার আলো সমুজ্জ্বল রাখতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী হয়ে আলোচনায় যা বলি তার বাস্তব রূপ দিতে হবে।’
দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘যদি দুর্নীতি দমন বা প্রতিরোধ করা যেতো তবেই শিক্ষাসহ সব ধরনের সরকারি সেবা মানুষ হয়রানিমুক্তভাবেই পেতো। বিআরটিএ যদি দুর্নীতিমুক্ত হতো তাহলে কীভাবে রংচটা, হেডলাইটবিহীন গাড়ি, ফিটনেস সার্টিফিকেট পায়। আমরা বিআরটিএ’র কার্যক্রম দেখছি, বর্তমানে কৌশলগত কারণেই হস্তক্ষেপ করছি না। তারা যদি বেআইনি কিছু করে, জনস্বার্থেই কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি গুরুত্ব দেবে।’
শোকসভায় বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, মহাপরিচালক মোহাম্মদ জয়নুল বারী, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতার পরিবারের যেসব সদস্য ও আত্মীয়-স্বজন শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে দুদকের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

/আরজে/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সুন্দরবনে আগুন
সুন্দরবনে আগুন
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
এখনও অচল লাইন, সব ট্রেনের শিডিউল বিপর্যয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ