X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যালে ভর্তির আবেদন শুরু কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ২১:৪৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২১:৪৯

স্বাস্থ্য মন্ত্রণালয়

২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য শুক্রবার (৩১ আগস্ট) থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। শুক্রবার দুপুর ১২টা থেকে আবেদন করা শুরু হবে। আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ আবেদন চলবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানায়, অনলাইনে ভর্তির আবেদন জমা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তারিখ প্রথমে ২৭ আগস্ট নির্ধারণ করেছিল। পরে এ তারিখ পরিবর্তন করে মন্ত্রণালয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি কয়েকটি জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমবিবিএস ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি-সংক্রান্ত অনলাইন সফটওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্র-ছাত্রীদের অনলাইন ভর্তির আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে।’

এমবিবিএস কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mohfw.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট  (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।

প্রসঙ্গত, গত রবিবার (২৬ আগস্ট) ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী  নাসিম জানান, দেশে নতুন চারটি মেডিক্যাল কলেজ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ‘নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে চারটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে। এছাড়া চাঁদপুরে মেডিক্যাল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই ২৫০ জন শিক্ষার্থী নতুন পাঁচটি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর মেডিক্যালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নে একঘণ্টার এই পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর: জীববিদ্যা-৩০, রসায়নবিদ্যা-২৫, পদার্থবিদ্যা-২০, ইংরেজি-১৫, সাধারণ জ্ঞান: বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি-৬, আন্তর্জাতিক-৪।

এছাড়া, বিডিএস ভর্তির অনলাইন আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর। বিডিএস কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন