X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দরদী হৃদয় দিয়ে অন্যের দুঃখ বুঝতেন ডা. সিরাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৯

ডা. সিরাজুল ইসলামের স্মরণ সভায় বক্তব্য রাখছেন সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

ডা. সিরাজুল ইসলাম ছিলেন অতি মানবতাবাদী, দরদী ও কোমল হৃদয়ের অধিকারী। কেউ কোনও প্রয়োজনে তার কাছে গেলে শূন্য হাতে ফিরে এসেছেন, এমন কোনও উদাহরণ নেই।  দরদী হৃদয় দিয়ে অন্যের দুঃখ-কষ্ট বুঝতেন তিনি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ডা. সিরাজুল ইসলামের স্মরণ সভায় একথা বলেন  কলেজটির অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)- এর মহাসচিব অধ্যাপক  ডা. এমএ আজিজ।  কলেজ কর্তৃপক্ষ এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ডা. এমএ আজিজ বলেন,  ‘ডা. সিরাজুল ইসলাম  ব্র্যান্ডকে পছন্দ করতেন। তার স্বপ্ন ছিল, স্বাস্থ্য সেবায় অবদান রাখবেন।  ব্র্যান্ডের একটি বিশেষায়িত হাসপাতাল করবেন। তা আজ পূরণ হয়েছে। তার স্বপ্নগুলো ছিল বাস্তবধর্মী ও সময়োপযোগী। সমাজের প্রতি রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার একটু বেশিই দায়বদ্ধতা ছিল।’

তার স্মৃতি চারণ করে অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, ‘তার স্মৃতিগুলো আমার কাছে এখনও জ্বলজ্বল করছে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় ডা. সিরাজুল ইসলাম নিজেই ইতিহাস। তার কর্মময় জীবনে তা দক্ষতার সঙ্গে তিনি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তার অকালে চলে যাওয়ায় অনেক স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি।’

ডা. সিরাজুল ইসলামকে স্মরণ করতে সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার দেবনাথ আবেগ তাড়িত হয়ে পড়েন। তিনি বলেন, ‘স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তারা বঙ্গবন্ধুর কাছে আলাদা মর্যাদা পেতেন। ডা. সিরাজুল ইসলাম স্যারদের হাত দিয়েই বঙ্গবন্ধু মিটফোর্ট মেডিক্যাল স্কুলকে মেডিক্যাল কলেজে রূপান্তর করেন।’

স্মরণ সভায় বক্তারা বলেন,  ডা. সিরাজুল ইসলাম প্রয়াত হলেও তার স্বপ্নগুলো দিয়ে তিনি বেঁচে আছেন। তার চলে যাওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হবার নয়। মানবসেবার উৎকর্ষে তিনি অনেকগুলো জনসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বদা সেবা ও সাহায্যের মনোভাব নিয়েই পথ চলতে হয়।

ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা.এএফএম শাখাওয়াত হোসেনের সঞ্চালনা ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  ডা. এমএ বাকী,  ডা. মঞ্জুরুল কাদের,  ডা. মেহতাব উল ওদুদ খান এবং হাসপাতালটির পরিচালক ডা. আব্দুল মালেক মৃধা প্রমুখ।

প্রসঙ্গত, ডা. সিরাজুল ইসলাম ১৯৫৩ সালের পহেলা মার্চ নোয়াখালী জেলার অন্তর্গত চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী গ্রামে  জন্ম গ্রহণ করেন। ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

 

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার