X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কোটি টাকা দিয়েও প্রাথমিকের শিক্ষক হওয়া যাবে না : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১০


রুহানি ২ টাকার বিনিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘কোটি টাকা দিয়েও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া যাবে না, কেবলমাত্র মেধার ভিত্তিতেই প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়। যারা টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির কাছে ধরনা দেন, দেন-দরবার করেন তারা টাকাটাই হারাবেন, চাকরি পাবেন না। কিছু কুচক্রী মহলের উদ্দেশ্যই থাকে ধোঁকা দিয়ে টাকা আত্মসাৎ করা।’
সোমবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরে ‘মীনা দিবস-২০১৮’ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাসচিব আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, ‘মেধাবী শিক্ষক নিয়োগ দিয়ে কোয়ালিটি শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সরকার একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে খুব বেশি দেরি নেই। আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিতের দিকে হাঁটছি। বিদেশে অশিক্ষিত নয়, শিক্ষিত মানবসম্পদ পাঠাতে চাই, যেন বিদেশে গিয়ে মাথা উচুঁ করে চলতে পারে।’
মীনা চরিত্র শিশুদের আদর্শ চরিত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘মীনা চরিত্র নারী শিশুদের একটি স্বপ্নের চরিত্র। মীনা নারী জাতির মহানায়ক। মীনা যুগের পর যুগ দশ বছর বয়সে থেমে আছে, আমরা তাকে বড় হতে দেব না। কারণ, মিনাকে এ বয়সেই মানায়। মীনা অপ্রতিরোধ্য, মীনা সকল নারী শিশুর আদর্শ।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা অনেকদূর এগিয়েছে। স্বাক্ষরতার হার আগের তুলনায় বহুগুণ বেড়েছে। মায়েরা আগের চেয়ে অনেক সচেতন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিল চালু করার পর দুপুরে শিশুর সঙ্গে বসে মায়েরা খাবার খায়। এতে তাদের মধ্যে মমত্ববোধ তৈরি হয়, শিশুরাও ক্লাসে মন দিতে পারে। আমি এ মন্ত্রণালয়ে নতুন এসেছি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ কাজ করে যাব।’
অনুষ্ঠান শেষে শিশুরা নৃত্য ও গান পরিবেশন করে। এছাড়া সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার নিয়ে নাটিকা উপস্থাপন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনেতা সিদ্দিকুর রহমান।

আরএআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?