X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

১-১৩তম নিবন্ধন থেকে নিয়োগ হবে ৩৯ হাজার শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ২১:২৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২২:৩৩




বেসরকারি শিক্ষক বর্তমানে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩৯ হাজার শিক্ষকের সঙ্কট রয়েছে। আর এ সঙ্কট কাটাতে শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। শিগগিরই ১-১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তালিকা থেকে অপেক্ষমান প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য সুপারিশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী মাসেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ সূত্র জানায়, সম্প্রতি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য আসনের তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তালিকা পাঠানোর সময় শেষ হয়। দেশের বিভিন্ন বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মোট ৩৮ হাজার ৮০০ জন শিক্ষকের তালিকা পাঠানো হয়। যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির পর নিবন্ধিত প্রার্থীদের আবেদন চেয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম অনুযায়ী নিবন্ধিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।

এদিকে নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরও নিয়োগ না পেয়ে গত কয়েক বছরে নিবন্ধিত প্রার্থীরা প্রায় ৩০টি মামলা করেন। তার ভিত্তিতে নিবন্ধিত প্রার্থীদের তালিকা প্রকাশের জন্য এনটিআরসিএকে নির্দেশনা দেন আদালত। সেই মোতাবেক ১-১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা মোট ৬ লাখ ৪ হাজার ৬৮৫ জনের নাম প্রকাশ করা হয়।

এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান আজাহার হোসেন গত রবিবার বাংলা ট্রিবিউনকে এ বিষয়ে বলেন, ‘শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল। সেগুলো এসেছে। পরবর্তী পদক্ষেপ অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হবে।’

 

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে