X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১-১৩তম নিবন্ধন থেকে নিয়োগ হবে ৩৯ হাজার শিক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ২১:২৩আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ২২:৩৩




বেসরকারি শিক্ষক বর্তমানে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ৩৯ হাজার শিক্ষকের সঙ্কট রয়েছে। আর এ সঙ্কট কাটাতে শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। শিগগিরই ১-১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তালিকা থেকে অপেক্ষমান প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য সুপারিশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী মাসেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ সূত্র জানায়, সম্প্রতি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য আসনের তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তালিকা পাঠানোর সময় শেষ হয়। দেশের বিভিন্ন বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মোট ৩৮ হাজার ৮০০ জন শিক্ষকের তালিকা পাঠানো হয়। যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির পর নিবন্ধিত প্রার্থীদের আবেদন চেয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম অনুযায়ী নিবন্ধিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ।

এদিকে নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরও নিয়োগ না পেয়ে গত কয়েক বছরে নিবন্ধিত প্রার্থীরা প্রায় ৩০টি মামলা করেন। তার ভিত্তিতে নিবন্ধিত প্রার্থীদের তালিকা প্রকাশের জন্য এনটিআরসিএকে নির্দেশনা দেন আদালত। সেই মোতাবেক ১-১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা মোট ৬ লাখ ৪ হাজার ৬৮৫ জনের নাম প্রকাশ করা হয়।

এনটিআরসিএর সদ্য বিদায়ী চেয়ারম্যান আজাহার হোসেন গত রবিবার বাংলা ট্রিবিউনকে এ বিষয়ে বলেন, ‘শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শূন্য পদের চাহিদা দেওয়া হয়েছিল। সেগুলো এসেছে। পরবর্তী পদক্ষেপ অনুযায়ী নিয়োগের সুপারিশ করা হবে।’

 

/আরএআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ