X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্মাণ হচ্ছে ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল-২’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৮:২৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩২

 

কর্মজীবী মহিলা হোস্টেল- এর ভিস্তিপ্রস্তর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি

রাজধানীর  নীলক্ষেতে কর্মজীবী নারীদের জন্য নির্মিত হচ্ছে ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেল-২’। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অধিক হারে অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য এ হোস্টেল নির্মাণের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রতিমন্ত্রী জানান, ১০ তলা বিশিষ্ট এ হোস্টেল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৬২ লাখ টাকা। এতে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।  নির্মীয়মাণ এ হোস্টেলে থাকছে, কনফারেন্স রুম, হোস্টেল সুপারের জন্য ডুপ্লেক্স বাসভবন,  নামাজের রুম, লাইব্রেরি,  নিউজ রুম,  লন্ড্রি, ইন্ডোর গেম রুম,  কিচেন ও ওয়াই-ফাই সুবিধা।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু, অতিরিক্ত সচিব আইনুল কবির , মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তার প্রমুখ।

উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একটা ছেলে যেমন একা বাসা ভাড়া করে থাকাতে পারে, কিন্তু আমাদের সমাজে একজন মেয়ের পক্ষে একা বাসা ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না।  কারণ, আমাদের সমাজের দৃষ্টি ভঙ্গি মেয়েদের প্রতি একটু নেতিবাচক। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার  বিষয়টি মাথায় রেখেই সরকার ক্রমান্বয়ে নতুন নতুন হোস্টেল  নির্মাণ  করছে। ’

মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘কর্মজীবী নারীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে  ঢাকা শহরের সব হোস্টেলগুলোর আসন সংখ্যা বাড়ানো হচ্ছে, ঊর্ধ্বমুখী  সম্প্রসারণ করা হচ্ছে।  ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরের হোস্টেল নির্মাণের পরিকল্পনা  করছে সরকার। ’

অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু বলেন, ‘নারীরা সবসময় পরিবারের অন্য সদস্যদের কথা চিন্তা করে। নিজের দিকে খেয়াল রাখতে পারে না। তাকে প্রথমে নিজের প্রতি এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। একজন সুস্বাস্থ্যের অধিকারী নারী কর্মক্ষেত্রে নিজের সাফল্য তুলে ধরতে পারবেন।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন