X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষায় অবদানে এজিফান্ড পুরস্কার পেল ব্র্যাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৮, ২১:১১আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২১:২০

উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষায় অবদানে এজিফান্ড পুরস্কার পেল ব্র্যাক সবার জন্য মানসম্মত শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় ২০১৭ সালের এজিফান্ড আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ব্র্যাক। বুধবার (১৭ অক্টোবর ২০১৮) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারটি দেন সৌদি প্রিন্স তালালের পুত্র এবং এজিফান্ড-এর বিশেষ প্রতিনিধি প্রিন্স আবদুল আজিজ বিন তালাল বিন আবদুল আজিজ আল সৌদ। পুরস্কার কমিটির সদস্য স্পেনের রানি সোফিয়াও এসময় উপস্থিত ছিলেন।

আরব ও পারস্য উপসাগরীয় দেশগুলোর উন্নয়ন সংস্থা দি অ্যারাব গালফ প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট (এজিফান্ড) ১৯৯৯ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের পুরস্কারের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) চতুর্থ লক্ষ্য ‘মানসম্মত শিক্ষা’ বিষয়ে ৭৬টি প্রকল্পের নাম জমা পড়ে। সংশ্লিষ্ট বিষয়ে একদল বিশেষজ্ঞের বিবেচনার ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় এজিফান্ডের প্রেসিডেন্ট প্রিন্স তালাল বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন কমিটির সদস্য স্পেনের রানি সোফিয়া।

শিক্ষায় উন্নয়নের মোট চারটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম শ্রেণিতে পুরস্কার দেওয়া হয় জাতিসংঘ বা অন্য কোনও বৈশ্বিক সংস্থা কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির জন্য। এই শ্রেণিতে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় চার লাখ ডলার (প্রায় তিন কোটি বিয়াল্লিশ লাখ টাকা) পুরস্কার পেয়েছে ব্র্যাক। দ্বিতীয় ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির জন্য। তিন লাখ ডলারের এই পুরস্কারটি পেয়েছে নেপালের জীবনবিকাশ সমাজ। তৃতীয় শ্রেণিতে সরকার কর্তৃক বাস্তবায়িত শিক্ষা কর্মসূচির জন্য এবার কোন আবেদন যোগ্য বলে বিবেচিত হয়নি। চতুর্থ শ্রেণিতে ব্যক্তি কর্তৃক বাস্তবায়িত শিক্ষা কর্মসূচির জন্য ১ লাখ ডলার পেয়েছেন ভারতের প্রজ্বলা সংস্থার প্রতিষ্ঠাতা সুনীতা কৃষ্ণাণ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?