X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জেএসসি পরীক্ষা: প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ হাজার ৬৪২পরীক্ষার্থী, বহিষ্কার ১৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ১৯:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৯:৪৬



জেএসসি পরীক্ষা: প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ হাজার ৬৪২পরীক্ষার্থী, বহিষ্কার ১৭ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষা শুরুর প্রথম দিনেই সারা দেশে পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ৪৩ হাজার ৬৪২ এবং বহিষ্কার হয়েছে ১৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার(১ নভেম্বর) বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে এ দিন সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডে ১৪ হাজার ১৩১ জন, রাজশাহী বোর্ডে ৫ হাজার ২৯৩ জন, কুমিল্লা বোর্ডে ৪ হাজার ৩৫৪ জন, যশোর বোর্ডে ৪ হাজার ৮৬০ জন,চট্টগ্রাম বোর্ডে ৩ হাজার ১৯৬ জন, সিলেট বোর্ডে ২ হাজার ৯৮৬ জন, বরিশাল বোর্ডে ৩ হাজার ২৫৬ জন,দিনাজপুর বোর্ডে ৫ হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিকে এ পরীক্ষায় মোট শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে ১৭ জন পরীক্ষার্থী।

এর আগে সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, ‘বিগত সময়ে প্রশ্নফাঁসের অভিযোগের পর আমরা আরও কঠোর অবস্থানে এসেছি। গত এইচএসসি পরীক্ষায় কোনও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। পাঁচ মন্ত্রণালয় একত্রে প্রশ্নফাঁস প্রতিরোধে কাজ করছে। ফলে এবারও প্রশ্নফাঁসের চান্স নাই।’ যারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রশ্ন ছড়িয়ে গুজব ছড়াচ্ছে, তাদের নজরদারিতে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

/আরএআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি