X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নিয়ন্ত্রণ বুঝে পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১৮:৩২আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৯:০৯

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নিয়স্ত্রণ হস্তান্তর

বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালানিয়া স্পেসের কাছ থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে টাইটেল হস্তান্তরের মাধ্যমে পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়া হয়।

জানা যায়, গত ১১ মে স্যাটেলাইট উৎক্ষেপণের পর থেকে এর নিয়ন্ত্রণ ছিল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়ার হাতে। গত জুনে প্রাথমিকভাবে এটার নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সব ধরনের কারিগরি পরীক্ষা শেষে সম্পূর্ণভাবে এর নিয়ন্ত্রণ বুঝে নেওয়া হলো শুক্রবার। প্রথমে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেন বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর থ্যালাস অ্যালেনিয়ার প্রোগ্রাম ম্যানেজার জিল ওবাদিয়া। দায়িত্ব বুঝে নিয়ে জহুরুল হক পরে স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের কাছে টাইটেল হস্তান্তর করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ ব্যাপারে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের সক্ষমতা অর্জন করেছি। আমরা এটাকে গর্বের ধন হিসেবে দেখি। আমরা একটা স্যাটেলাইটের গর্বিত মালিক।’ তরুণরা স্যাটেলাইটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে লাইফ টাইম (১৫ বছর), তার অর্ধেক সময়ে এর খরচ উঠে আসবে এবং বাকি সময়ে স্যাটেলাইটটি মুনাফা করবে।’

তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ প্রকল্প পুঁজি বাজারে নিয়ে আসা হবে। যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে।

 

এইচএএইচ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক