X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আইনজীবী ঐক্যফ্রন্টের সমাবেশ ১৭ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৬:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:০১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভা (ফাইল ফটো) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয়ে প্রণীত সাত দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আগামী ১৭ নভেম্বর দেশের আইনজীবীদের নিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট।

সোমবার (১২ নভেম্বর) জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন সমাবেশের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দেশের সব আইনজীবী সমিতির আইনজীবীদের নিয়ে আগামী শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ৯টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের পূর্ব ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন উপস্থিত থাকবেন।’

এর আগে গত ১০ নভেম্বর জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের এক বৈঠকে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা লক্ষ্য নির্ধারণী দাবি গৃহীত হয়। এসব দাবির মধ্যে রয়েছে— ১. নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া, ২. নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্বাধীনভাবে কাজ করার ব্যবস্থা করা, ৩. খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করা, ৪. দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থার স্বাধীনতাসহ অবাধ সভা-সমাবেশের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ৫. ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-সহ সব কালো আইন বাতিল, ৬. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল ও বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করা এবং ৭. আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা যেকোনও অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও আইনজীবীকে গ্রেফতার থেকে বিরত থাকা ও ব্যারিস্টার মইনুল হোসেনকে মুক্তি দেওয়া।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সারা দেশে গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে