X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পল্টনে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলায় ছয়জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৬:৩১আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৬:৪০

নয়া পল্টনে পুলিশের গাড়িতে আগুন (ফাইল ফটো) রাজধানীর নয়াপল্টনে পুলিশের গাড়িতের আগুন দেওয়ার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, রাজধানীর ১১নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি প্রার্থী এইচ কে হোসেন আলী ওরফে হৃদয় খান, শাহজানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভুইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আব্বাস আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার যুগ্ম সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুবুল আলম।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর (ছবি, ফাইল ফটো, সংগৃহীত ) আসামিদের পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ আরও অনেকেই জামিন শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সালমা হাই টুলিসহ আরও অনেকেই জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ কর্মকর্তা, দুজন আনসার সদস্যসহ ২৩ পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় পৃথক তিনটি মামলা করেন।

আরও পড়ুন: নয়াপল্টনে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় ৩ মামলা

              বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার মামলায় গ্রেফতার ৩

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী