X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাশুড়ি হত্যার মামলায় জামাই গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২০:৫৪

গ্রেফতার রাজধানীর গুলশানে রওশন আরা ইসলাম (৬৬) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে তার মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ নভেম্বর) সকালে রওশন আরা ইসলামকে তার মেয়ের জামাই সাইফুল ইসলাম ভূঁইয়া লাঠি দিয়ে আঘাত করেন। এরপর আহতাবস্থায় তাকে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই রওশন আরার মৃত্যু হয়। এরপর গুলশান থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর মেয়ের জামাই সাইফুলকে গ্রেফতার করা হয় বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, ‘নিহতের মেয়ে আলিয়া ফারজানার (৩৬) সঙ্গে সাইফুল ইসলাম ভূঁইয়ার কয়েক বছর আগে বিয়ে হয়। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। এ কারণে আলিয়া প্রায় দুই মাস ধরে তার বাবা-মায়ের কাছে তাদের গুলশান-২ নম্বর, ৩৭ নম্বর রোডের ৭ নম্বর ভাড়া বাসায় চলে যান। সোমবার সকালে সাইফুল তার স্ত্রীকে আনতে শ্বশুরের বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে আলিয়াকে কাঠ দিয়ে আঘাত করেন সাইফুল। এ সময় মেয়েকে বাঁচাতে মা রওশন আরা এগিয়ে এলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন সাইফুল। তাদের চিৎকার শুনে শ্বশুর আনোয়ারুল হক এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম হাত ভেঙে যায়।’

আহতাবস্থায় সবাইকে উদ্ধার করে গুলশানের শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা মারা যান। আর মেয়ে আলিয়া ফারজানাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার রাতেই শ্বশুর আনোয়ারুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এরপরই সাইফুলকে গ্রেফতার করে। মঙ্গলবার (২০ নভেম্বর) তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় গুলশান থানা পুলিশ।

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সুনাম ধরে রাখতে সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী