X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৮:১২

নিপুণ রায় চৌধুরী। (ফাইল ছবি) রাজধানীর নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানার দায়ের করা মামলায় দলটির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ১৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত অন্য এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন।

নিপুণ রায় ছাড়া কারাগারে যাওয়া আসামিরা হলেন—মো. ইউনুস মৃধা, মো. আবুল হাশেম সবুজ, মামুন অর রশিদ, আরিফা সুলতানা রুমা, আমির হোসেন, মো. মহসীন, রাকিবুল ইসলাম, মাহবুবুল আলম, জাকির হোসেন, ইব্রাহিম হোসেন, মাহফুজুল ইসলাম ও অয়ন আহমেদ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনের পরিদর্শক কামরুল ইসলাম আপেল জমাদার নামে এক আসামির ১০ দিনের রিমান্ড ও দুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১৬ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) নিপুণসহ সাতজনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান এবং অন্য চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেন।

আসামিপক্ষে শুনানি করেন নিপুণ রায়ের বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

গত ১৪ নভেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব বিভাগ) কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের অন্তত ২০ জনসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় পল্টন থানায় নাশকতার অভিযোগে তিনটি মামলা দায়ের করে পুলিশ।

/টিএইচ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
কম্বোডিয়ায় অস্ত্রাগার বিস্ফোরণে নিহত ২০
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু