X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সরকারি চাকরিতে নিয়োগের প্রশ্নফাঁস চক্রের সাত সদস্য রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৭

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের সাত সদস্যের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম মো. মইনুল ইসলাম শুনানি শেষে তাদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। তারা হলো, হোসেল রানা. মো রবিউল আউয়াল, মাহমুদুল হাসান, মো. আনছারুল ইসলাম, শ্রী দেবাশিষ, মো. রেজাউল করিম ও মো. রাজিউর রহমান।
তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৭ ডিসেম্বর রমনা থানার সিদ্ধেশরী বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্রের উত্তর সরবরাহ করে অভিযুক্তরা। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে, অপর আসামিদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি ইলেকট্রনিক ডিভাইস, তিনটি পেনড্রাইভ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রিমান্ডের আবেদনে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষাসহ গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাছ থেকে অবৈধভাবে লাভবান হয়ে যান্ত্রিক উপায়ে প্রশ্নপত্র ফাঁস করে। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
আইনজীবীরা শুনানিতে বলেন, ‘অভিযুক্তরা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। হয়রানি করার জন্য এ মামলা সাজানো হয়েছে। তাদের কাছে যে ডিভাইস পাওয়া গেছে, সেগুলো সবার কাছে থাকে। তাদের রিমান্ডে নেওয়ার কোনও যুক্তি নাই।’
উল্লেখ্য, শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা শুক্রবার অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছিল।

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জে শিলাবৃষ্টি, বসতঘর ও ফসলের ক্ষতি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?