X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পুলিশ সদস্য হত্যার ঘটনায় ২০ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:০২

পুলিশ সদস্য হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্তরা

মাদারীপুর জেলা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই আবুল হাসনাইন আজম খান ও দফতরের প্রধান সহকারী কামরুল আলম ঠাকুরকে হত্যার দায়ে ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস কারাভোগের আদেশ দেন আদালত।

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। মামলায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বেকসুর খালাস দেন।

যাবজ্জীবপ্রাপ্ত ২০ আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন। তারা হলেন- জসিম শেখ, মাছিম শেখ, মজনু মাতব্বর, ফয়েজ শেঝ, উজ্জল হাওলাদার, জাফর মাতব্বর, কুব্বাস মাতব্বর, হালিম আকন, দাদন ফকির, আমীর হোসেন শেখ, মিরাজ শিকদার, এমে মোল্লা ও সুমন বাঘা।

যাবজ্জীবনপ্রাপ্ত বাকি আসামিদের মধ্যে মোশাররফ শেখ, আশ্রাফ শরিফ, বজলু আকন, আজাদ মোল্লা, দবির মোল্লা, সৈকত মোল্লা ও দিপু আদালতের রায় ঘোষণাকালে হাজির ছিলেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠান।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- মোশাররফ হোসেন মোল্লা, মোতালেফ মাতুব্বর, মাসুদ সিকদার, হেলাল সিকদার, আসলাম ওরফে নুরুল ইসলাম ও শাহাদত আকন ।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী মাহবুবুর রহমান মামলাটি পরিচালনা করেন। তাকে (রাষ্ট্রপক্ষকে) সহযোগিতা করেন আ্যডভোকেট মেহেদী হাছান। মেহেদী হাছান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এদিকে আসামি পক্ষে আইনজীবী কুতুব উদ্দিন চৌধুরী, মো. আব্দুর রউফ, শাহাবুদ্দিন মামলাটি পরিচালনা করেন।

মামলার অভিযোগ: গত ২০০৫ সালের ৩ এপ্রিল নিহতরা মোটরসাইকেলে রাজৈর উপজেলার শাখার পাড় যাওয়ার পর আসামিরা তাদের পথরোধ করেন। ওই সময় নিহতরা তাদের পরিচয় দিলে আসামিরা তাদের হত্যা করার উদ্দেশ্যে অপহরণ করে কুমার নদী পাড়ে নিয়ে যায়। এরপর নৌকায় উঠিয়ে হাত বেঁধে ধারালো ছোড়া দিয়ে তাদের জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলটিও নদীতে ফেলে দেয় আসামিরা।

পরবর্তীতে ওই ঘটনায় গত ২০০৫ সালের ৬ এপ্রিল মাদারীপুর জেলার রাজৈর থানায় পুলিশ পরিদর্শক আবুল খায়ের মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ২০০৭ সালের ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা মাদারীপুরের রাজৈর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্লা আদালতে ৩২ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় বিচার চলাকালে ৬ আসামি মৃত্যুবরণ করেন। তারা হলেন- আবদুল আজিজ, ছায়েদ মাতুব্বর, ছাত্তার তালুকদার, আবুল কাসেম মোল্লা, সুমন ওরফে শামীম, নজরুল ওরফে নজরুল ইসলাম।

 

/টিএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট