X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মাসের প্রথম বুধবার হবে প্রবাসীদের অভিযোগ নিয়ে গণশুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৬:০২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:১২

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের যে কোনও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। প্রতি মাসের প্রথম বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের দফতরে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাস।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমার কাছে সারাদিনই কর্মীদের অভিযোগ আসে। যখনই আসে তখনই শুনি। তারপরও একটি নির্দিষ্ট সময় রাখা হয়েছে অভিযোগ নিয়ে গণশুনানির জন্য। এতে সচরাচর অভিযোগের বাইরে যেসব সমস্যা আছে সেগুলোও সামনে আসবে বলে মনে করি।

এর আগে গণশুনানির বিষয়ে এক অফিস আদেশে বলা হয়, বিশ্বের ১৬০ টি দেশে প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসী বাংলাদেশী কর্মী যোগ্যতা দক্ষতা মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠান। দেশের উন্নয়ন তথা জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডও তাদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে। বিদেশগামী ও প্রত্যাগত কর্মীদের সহায়তা, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীদের মৃতদেহ আনা, পরিবহন খরচ দেওয়া, প্রবাসে বিপদগ্রস্ত কর্মীদের দেশে ফেরত আনা এবং বিদেশে অসুস্থ কর্মীদের দেশে আনাসহ চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সার্বিক গুরুত্ব বিবেচনায় তাদের যে কোনও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে এই দফতর সবসময় তৎপর রয়েছে। তারই অংশ হিসেবে প্রতি মাসের প্রথম সপ্তাহে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মহাপরিচালকের দফতরে গণশুনানি অনুষ্ঠিত হবে।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার রায় আজ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
দ্বিগুণ করার লোভ দেখিয়ে গৃহবধূর নগদ অর্থ ও স্বর্ণ আত্মসাৎকারী গ্রেফতার
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
গ্রিসে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!