X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হাজী সেলিমের বিরুদ্ধে বধির স্কুলের জমি দখলের অ‌ভিযোগ তৈমুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৪

 

জাতীয় প্রেসক্লাবের সামনে বধির সংস্থার সমাবেশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানা এলাকায় অবস্থিত ঢাকা সরকারি বধির হাইস্কুলের এক একর জমি দখ‌ল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে আয়ো‌জিত সমা‌বে‌শে তিনি এ অভিযোগ করেন।

তি‌নি বলেন, ‘বাংলাদেশ জাতীয় বধির সংস্থার প্রধান প্রকল্পের অনুকূলে সরকার ওই জ‌মি স্কু‌লকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত করে অনুমোদন দেয়। কিন্তু দুঃখের বিষয় এই যে হাজী সেলিম ওই জায়গা জবরদখল ক‌রে‌ছেন।’
মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণসহ সার্বিক পুনর্বাসনের স্বার্থে জরুরি ভিত্তিতে বন্দোবস্তকৃত জমি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল সরকার এ সহযোগিতাটুকু করবে বলে আশাবাদ জানান অ্যাডভোকেট তৈমুর আলম।
সমা‌বে‌শে অন্যরা বলেন, দেশের জনগণের সুচিকিৎসা প্রদানের স্বার্থে সরকার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিশেষ অবদান রাখছে। এছাড়া প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু দেশের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা প্রদানে পৃথক কোনও হাসপাতাল নেই। এ কারণে তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ জাতীয় বধির সংস্থা দেশে প্রথম শ্রবণ ও বাকপ্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ১৯৯২ সালে বাংলা ইশারা ভাষা অভিধান প্রণয়ন ও প্রকাশ করে। তাই মানবিক দিক বিবেচনা করে এই প্রকল্পে সরকারকে দুর্নীতি ঠেকাতে হবে।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খানসহ সংস্থার সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে একাধিকবার চেষ্টা করেও হাজী সেলিম এমপি’র সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ব্যক্তিগত সহকারী (পিএস) বেলাল হোসেন জানান, উনি (হাজী সেলিম) একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার বাইরে রয়েছেন। পরে এ বিষয়ে কথা বলবেন। আর তার নিজের (পিএস) বিষয়টি জানা নেই।

‌/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে