X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯

গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন নিম্নতম মজুরিকে কেন্দ্র করে ঢালাওভাবে গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং বেআইনিভাবে চাকরিচ্যুতদের কাজে পুনর্বহাল করার দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার।
তিনি দাবি করেন, ‘নিম্নতম মজুরিকে কেন্দ্র করে মালিকরা ঢালাওভাবে গার্মেন্ট শ্রমিকদের নামে প্রায় ৩০টি মিথ্যা মামলা করেছেন। এসব মামলায় প্রায় ১০০ জনকে গ্রেফতার এবং প্রায় সাত হাজারের বেশি শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পোশাক শিল্পের শ্রমিকরা যখন ন্যায়সঙ্গত মজুরির কথা বলেন তখনই তারা বিভিন্ন নির্যাতনের শিকার হন।’ তিনি শ্রমিকদের হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং বেআইনিভাবে চাকরিচ্যুতদের কাজে পুনর্বহাল করার দাবি জানান।
ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান স্বপন বলেন, ‘শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন এটা তার অধিকার। কিন্তু এই মজুরিকে কেন্দ্র করে ঢালাওভাবে শ্রমিকদের বিরুদ্ধে বেআইনিভাবে মামলা করা হচ্ছে যা ঠিক হয়নি।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের সভাপতি রুহুল আমিন এবং ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার- এর সভাপতি চায়না রহমান প্রমুখ।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা