X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইজতেমার জন্য পেছালো এসএসসির তিন দিনের পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১





এসএসসি পরীক্ষা (সংগৃহীত ছবি) বিশ্ব ইজতেমার জন্য চলমান এসএসসি ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারিতে নির্ধারিত পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির প্রধান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
প্রতিবার জানুয়ারিতে দুই দফায় তিন দিন করে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে এবার তাবলীগের দুই পক্ষের বিরোধের জেরে একসঙ্গে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি— এই চার দিন এই জমায়েত হবে।
অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি এবং ২ মার্চ অনুষ্ঠিত হবে। সব শিক্ষা বোর্ডকে আজ রবিবার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কাল সোমবার বিজ্ঞপ্তি দেওয়া হবে।’
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত বা তত্ত্বীয় বিষয়ের পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল।
পুরনো সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার আটটি সাধারণ বোর্ডে সকালে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সকালে বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
১৭ ফেব্রুয়ারি রবিবার সকালে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ও সংগীত এবং বিকালে আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, বেসিক ট্রেড এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল। এদিন মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র হওয়ার কথা ছিল। এই ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি।
আর ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল। আর মাদ্রাসা বোর্ডে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক, উর্দু ও ফার্সি বিষয়ে পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে এদিন কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিল। এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ মার্চ।

 

/এসএমএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি