X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ডাকসুর ভোটকেন্দ্র হলে রাখা প্রশাসনের একপাক্ষিক আচরণ’

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০২

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলে রাখার মধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় জোটের সদস্যরা এ অভিযোগ করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডাকসুর গঠনতন্ত্র ও ঐতিহ্য অনুসারে ভোটকেন্দ্র হলে রাখা হয়েছে।’

মতবিনিময় সভায় অভিযোগ করা হয়, ‘হলগুলো ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দখলে রয়েছে। সেখানে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নেই। ভোটকেন্দ্র হলে রাখলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে। তাই ভোট কেন্দ্র হলে না রাখতে প্রশাসনের কাছে বার বার দাবি জানানো হলেও, প্রশাসন একটি ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।’

কবি সুফিয়া কামাল হলে ডাকসুর গঠনতন্ত্র ছাত্রীদের জানাতে একটি লিফলেট দেওয়ালে লাগানো হল প্রশাসনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে বলেও জোটের নেতাকর্মীরা অভিযোগ করেন।

তবে, হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রেজওয়ানা রহমান এ অভিযোগের ব্যাপারে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ বিষয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এবং ডাকসুর গঠনতন্ত্র অনুসারে ভোটকেন্দ্র হলে রাখা হয়েছে। ভোট কেন্দ্রের কোনও পরিবর্তন করা হয়নি। আগেও তো (১৯৯৪ সালে) ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি করা হয়েছিল। তখনও কিন্তু এ দাবি মানা হয়নি।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
বাংলাদেশের কৃষির পরিবর্তনে বৈশ্বিক অংশীদারত্বের সহযোগিতা করার অঙ্গীকার
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
এমবাপ্পেদের মিশন ‘ফাইনাল’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস