X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রভোস্টের পদত্যাগ ও ফের ভোটের দাবিতে রোকেয়া হলে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৯, ০০:২৭আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০২:৩৪

রোকেয়া হলের ভেতরে প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ ও নতুন করে হল সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন হলের শিক্ষার্থীদের একটি অংশ। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাত ১০ টার পর থেকে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন হলের ছাত্রীরা। পরে রাত ১১ টার দিকে হলের ভেতরে প্রধান ফটকের সামনে এসে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। রাত দুইটা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকার খবর পাওয়া গেছে। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রভোস্টের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে বিক্ষোভের খবর পেয়ে রোকেয়া হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ফারহানা ফেরদৌসীসহ কয়েকজন আবাসিক শিক্ষককে সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
হলের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ এ বিষয়ে ফারহানা ফেরদৌসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েরা প্রভোস্টের পদত্যাগ দাবিতে আন্দোলন করছে। এছাড়া রেজাল্ট তাদের মনঃপূত না হওয়ায় পুনরায় ভোটের দাবি তুলছে।’

কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) স্বতন্ত্র জোট থেকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করা শ্রবণা শফিক দীপ্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রভোস্ট টালবাহানা করছেন। আমরা তার পদত্যাগ চাই। উনাকে পদত্যাগ করতে হবে, নয়তো আমরা আন্দোলন থামাবো না।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘তারা প্রায় চার ঘণ্টা ধরে আন্দোলন চালিয়ে আসলেও ঘটনাস্থলে আসেননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রভোস্ট। প্রক্টরকে বারবার শিক্ষার্থীদের পক্ষ থেকে ফোন করা হলেও তিনি আসেননি। তিনি সকালে আসবেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে দুজন হাউস টিউটর উপস্থিত রয়েছেন। তারাও প্রক্টরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।’
উল্লেখ্য, গত ১১ মার্চ ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোট শুরু হয়।

/আরজে/ওআর/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে