X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অধিকার প্রতিষ্ঠায় নারীর অবদান যেন সীমিত না হয় : আনিসুজ্জামান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ০৪:৫৬আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৬:১২

আনিসুজ্জামান (ফাইল ছবি)

‘নারী হিসেবে আপনারা পেশাগত জীবনে যেমন আন্দোলন করছেন, তেমনি নারীর অধিকার প্রতিষ্ঠায় আপনাদের অবদান যেন সীমিত না হয়।’ বুধবার (১৩ মার্চ) বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

এ সময় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘একটা সময় ছিল যখন নারী সাংবাদিকদেরকে অফিসে যতটা নারী হিসেবে দেখা হতো, ততটা সাংবাদিক হিসেবে দেখা হতো না। এখন সেই অবস্থা পেছনে ফেলে এসেছি। শুধু যে সংখ্যায় নারী সাংবাদিক বেড়েছে তা নয়, তারা গুরুত্বপূর্ণ অধিকারগুলো আদায় করতে শিখেছে। তারপরও শুনতে পাই যে, গণমাধ্যমে নারী সাংবাদিকেরা পুরুষ সাংবাদিকদের সমান সুযোগ ভোগ করে না।’

তিনি বলেন, ‘আমি বারবারই বলি যে বাংলাদেশের অর্থনীতির প্রধান একটা অংশ নারীদের অবদান। এখনও আমরা শুনি যে, “নারীদের টু-থ্রির বেশি পড়াবে না। তারা স্বামীর অবাধ্য হয়ে যাবে।” এই যে প্রতিক্রিয়াশীল চক্র, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন,  ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে নারী সাংবাদিকদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমি তাকিয়ে থাকি।’

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক তার বক্তৃতায় সব গণমাধ্যমে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন; গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে ৩০ ভাগ নারী কর্মী নিয়োগ; দেশে-বিদেশে নারী সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং নিয়োগ ও বেতনের ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, জাতীয়  প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, লেখক ও সমাজসেবী নূরজাহান বোস, সংগঠনের সহ-সভাপতি দিল মনোয়ারা মনু ও কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মুনিমা সুলতানা।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন রোকাইয়া হাসিনা নিলি, শাহনাজ খান ও কবিতা আবৃত্তি করেন শরীফা বুলবুল।

 

/টিওয়াই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ