X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অনশনের ৪৮ ঘণ্টা পরেও প্রশাসনের সাড়া মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৭:২৪আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:২১

রাজু ভাস্কর্য়ের নিচে পলিথিন টানিয়ে শিক্ষার্থীদের অনশন অনিয়মের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের জন্য পুনঃতফসিলের দাবিতে রাজু ভাস্কর্যে ছয় শিক্ষার্থীর অনশন আজও চলছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তারা অনশনে আছেন। অনশন শুরুর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও পদক্ষেপের আভাস পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ শিক্ষার্থীরা অনশন শুরু করেন। ডাকসু ও হল সংসদ নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার আগে ১১ মার্চের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিও জানাচ্ছেন তারা৷এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেছেন, ‘তারা বসতে চেয়েছেন কিন্তু তার সহকর্মীরা জানিয়েছেন, অনশনকারীরা বসতে চায় না। যদিও অনশনকারীরা বলছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। আমরা এর কিছুই জানি না।’
রোকেয়া হলেও অনশন

রোকেয়া হলে শিক্ষার্থীদের অনশন এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচন, হল প্রভোস্টের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রোকেয়া হলের ছয় ছাত্রী। এর মধ্যে ডাকসু ও হলের চারজন প্রার্থী রয়েছেন। রাজু ভাস্কর্যে ছয় শিক্ষার্থী ও রোকেয়া হলের ছয় ছাত্রীসহ মোট ১২জন শিক্ষার্থী অনশন পালন করছেন।
তাদের অনশনের বিষয়ে প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (বুধবার, ১৩ মার্চ) বেলা ১১টায় তাদের সঙ্গে আমাদের বসার কথা ছিল, এটা আগেই নির্ধারিত হয়েছিল। তাদের (শিক্ষার্থী) পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগও করা হয়নি। আমরা যোগাযোগ করেছি, হয়তো তারা বসবে না। তারা বসবে না এটা আমার সহকর্মী জানিয়েছেন। এখন তাদের জিজ্ঞেস করেন তারা কেন বসছে না।’
তবে ভিন্ন কথা বলছেন অনশনকারী ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ তাহা। তিনি বলেন, ‘প্রশাসনের দায়িত্বশীল কারও সঙ্গে আমাদের কোনও কথা হয়নি। প্রথমদিন এসেছিলেন তারা, আমরা কয়জন আছি সেটা দেখতে। পরে যখন আমরা দুজন অনশনকারী বেড়ে গেছি, তারপরও ওনারা আসছেন শুধু দেখতে। আমাদের কিছু বলেন নাই বরং এখানে যারা বিক্ষোভ করছিল তারা স্যারদের কাছে গিয়ে বলেছে- এখানে ৬টা ছেলে মারা যাচ্ছে, আপনারা কী করছেন? তারা কোনও কথাই বলেননি।’
দুইদিন শিক্ষার্থীরা আমরণ অনশনে থাকার পরেও প্রশাসনের টনক না নড়া প্রসঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি থাকতেই পারে। তাদের দাবিতে সাড়া দেওয়া না দেওয়া পরের কথা কিন্তু তাদের কথা তো শুনতে হবে। ওরা তো আমাদের ছেলে-মেয়ে। তাদের কথা শোনা তো আমাদের দায়িত্ব।’

/এসও/ইউআই/ওআর/
সম্পর্কিত
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
নির্দেশনা না মেনে বিদ্যালয় খোলা রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সর্বশেষ খবর
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা