X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

উপাচার্যকে ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ দিলেন অনশনকারীরা

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১৪:২৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৫:৫২

ঢাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে অনিয়মের প্রমাণ জমা দেন অনশনকারী শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের প্রমাণ নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন অনশনকারী শিক্ষার্থীরা। সোমবার (১৮ মার্চ) সকালে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনে অনিয়মের প্রমাণসহ অভিযোগপত্র জমা দেন। উপাচার্য তাদের অভিযোগের প্রমাণগুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।

এর আগে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে ছয় অনশনকারী শিক্ষার্থী সকাল সোয়া ১০টায় তার কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণ পর উপাচার্য তাদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় উপাচার্যের সঙ্গে কয়েকজন সহকারী প্রক্টর এবং রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

অনশনকারী ছয় শিক্ষার্থী হলেন, রাফিয়া তামান্না, আল মাহমুদ তাহা, সোহেল মাহমুদ অনন্ত, মাইন উদ্দিন আহমেদ, তাওহীদ তানজিম, রবিউল ইসলাম।

উপাচার্যের সঙ্গে দেখা করে বের হয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাফিয়া তামান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযোগের প্রমাণ জমা দিয়েছি। তিনি আমাদের অভিযোগপত্র গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন বিষয়গুলো খতিয়ে দেখবেন। কিন্তু তার আশ্বাসে আমরা সন্তুষ্ট হতে পারিনি। কারণ, তিনি আমাদের বারবার বিগত বছরের অনুষ্ঠিত নির্বাচনের উদাহরণ টেনে বলেছেন, সেগুলোতে অনেক রক্তারক্তি হয়েছে। কিন্তু এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আমরা তাকে রোকেয়া হলের ঘটনায় যে অজ্ঞাত মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানিয়েছি। তিনি শুধু আমাদের আশ্বাস দিয়েছেন।’
এ সময় মাইন উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, ২৫ হাজার ভোটার যে ভোট দিয়েছেন, তার স্বাক্ষর করা তালিকা চাই। আর ভোট গণনা করতে কেন এত সময় লাগলো তার কৈফিয়ত চাই।’
এদিকে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পুনর্নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা