X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এফ আর টাওয়ারের আগুন নিভেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২১:৪৬আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২৩:৪২

আগুন নেভার পর এফ আর টাওয়ার

বনানীর এফ আর টাওয়ারের আগুন নেভানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসেইন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টায় আগুন নির্বাপন হয়েছে। ভবনের ৮ম থেকে ১১তলা পর্যন্ত চারটি ফ্লোর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজ আগামী কাল সকাল পর্যন্ত চলবে।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেঞ্জ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭টায় পুরোপুরি আগুন নির্বাপন সম্ভব হয়েছে। ভেতরে আর আগুন নেই।’

ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন্স) দিলীপ কুমার ঘোষ বলেন, ‘পৌনে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টায় নির্বাপন হয়।’ 

আগুন নেভার পর এফ আর টাওয়ার

এদিকে এফ আর টাওয়ারে আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদনে যার গাফেলতি উঠে আসবে, তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের সিভিল অ্যান্ড ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হুসাইন বলেন, ‘আগুন লাগার কারণ ও ভবনে অগ্নিনির্বাচন ব্যবস্থার কী কী ত্রুটি ছিল, সেটি আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারব। এজন্য আমাদের ফায়ার সার্ভিসের আলাদা তদন্ত কমিটি করা হয়েছে।’

এফ আর টাওয়ারের আগুন নিভেছে

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফ আর টাওয়ারে আগুন লাগে। ভবনটির ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাত সোয়া ৮টা পর্যন্ত ১৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। 

এই সংক্রান্ত আরও খবর: এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 

 

 

 

/এসজেএ/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী