X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে বিশ্ব কণ্ঠদিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৯, ১৯:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:২৪

বিএসএমএমইউ-এ বিশ্ব কণ্ঠ দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)তে  বিশ্ব কণ্ঠদিবস  উদযাপিত হয়েছে।  দিবসটি উপলক্ষে আজ  মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের সামনে বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জনন্স অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার, বিএসএমএমইউ এর বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্ট-হেড অ্যান্ড নেক সার্জনন্স অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

র‌্যালির পর এ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ল্যারিংগোলজি অ্যান্ড ভয়েস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মনি লাল আইচ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. এস এম খোরশেদ আলম মজুমদার। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. শেখ হাসানুর রহমান। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন  ডা. মোহাম্মদ ইদ্রিস আলী।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা উচ্চ স্বরে কথা বলা থেকে বিরত থাকা, ধূমপান হতে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা, ধোঁয়ার পরিবেশ থেকে দূরে থাকা, মদ্যপান না করা, চিৎকার ও উচ্চস্বরে কথা এড়িয়ে চলার পরামর্শ দেন। এছাড়াও স্বরযন্ত্রে পানি শূন্যতা এড়াতে  দৈনিক কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করার আহ্বান জানান। রাতে ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে আহার শেষ করার কথাও উল্লেখ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম