X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত সোহেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
০১ মে ২০১৯, ২১:০৪আপডেট : ০১ মে ২০১৯, ২১:১৪

আটক মোহাম্মদ সোহেল

চট্টগ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় গিয়ে তার স্ত্রী রোকসানা আক্তারকে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামি মোহাম্মদ সোহেল। বুধবার (১ মে) গ্রেফতার হওয়ার পর বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে জবানবন্দি দেয় সে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আদালত জবানবন্দি রেকর্ড শেষে সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ইন্সপেক্টর কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোকসানা হত্যা মামলায় গ্রেফতার সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সোহেল জানিয়েছে, সে ভয় দেখিয়ে রোকসানার কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিল। রোকসানা দিতে রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।’

অভিযুক্ত মোহাম্মদ সোহেল (৩৫) চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামের রফিক সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তারা বাকলিয়া থানার নুরুল হক হাজী কলোনিতে থাকে। রোকসানাকে হত্যার পর নগরীর কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসা নেয়। ওই বাসা থেকে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কোরবানীগঞ্জের বাইন্নাপট্টি এলাকার আমিন ম্যানশনে খুন হন রোকসানা। রোকসানার পরিবার ওই ভবনের চারতলায় থাকতেন। তার স্বামী আবুল কাশেম খাতুনগঞ্জের গম ব্যবসায়ী। এই ঘটনায় সেদিন রাতেই বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন তিনি।  

এ সংক্রান্ত খবর: চট্টগ্রামে ব্যবসায়ীর স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার ১ 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ