X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘এবার বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আমরা অনেক ভালো করেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১৮:১৯আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:২৩

মনজুরুল হক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক র‌্যাংকিং প্রসঙ্গে গবেষণা প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক বলেছেন, ‘আমরা বলবো, অনেক ভালো করেছি এবার। প্রথমবার আমরা ৪-৫টি ইউনিভার্সিটির ডেটা পেয়েছিলাম। এবার আমরা ৩৬টির মধ্যে ২৬টি ইউনিভার্সিটি থেকে পেয়েছি। তা অনেক ফলোআপ, মেইল, ফোন করার পর। যে ১০টি ইউনিভার্সিটি আমাদের ডেটা দেয়নি, তাদের ডেটা আমরা ইউজিসির পাবলিকেশন থেকে নিয়েছি এবং কিছু কিছু জায়গায় আমরা ভেরিফাই করার চেষ্টা করেছি। কেউ কেউ সহযোগিতা করেছে, কেউ কেউ করেনি। অসুবিধার জায়গা হলো, আমাদের ইউনিভার্সিটিগুলো রেস্পন্সিভ না। আস্তে আস্তে হয়তো এটির উন্নয়ন ঘটবে।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং’  শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। সোমবার (২৭ মে) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

গবেষণা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘গবেষণার সঙ্গে সব সময় এজেন্সির নাম উহ্য থাকে না। যেমন ভারতে কয়েকটি এজেন্সি আছে তাদের নাম আসে। মেথডের ক্ষেত্রে ২০১৭ সালের সঙ্গে একই মিল রাখা হয়েছে। দুটো ভাগে বিশ্ববিদ্যালয় থেকে আমরা ডেটা কালেক্ট করেছি। একটা পারসেপচুয়াল, আরেকটি হলো ফ্যাকচুয়াল ডেটা। ফ্যাকচুয়াল ডেটা আমরা সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়  আমাদেরকে ডেটা দেয়নি।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক তানবীর আহমেদ চৌধুরী, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইআইডি) প্রধান নির্বাহী সাঈদ আহমেদ, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি আয়োজিত হয়েছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
গাজীপুর-নীলফামারীর দুই হাসপাতালে দুদকের অভিযান
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
এলপিএলের ড্রাফটে চার বাংলাদেশি
মাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
তীব্র তাপপ্রবাহমাদ্রাসা ক্যাম্পাস সবুজায়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ