X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দুধ নিয়ে যে পরামর্শ দিলেন ঢাবি অধ্যাপক ফারুক

ঢাবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২০:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:১৯

কথা বলছেন অধ্যাপক আ ব ম ফারুক

দুধের মান বৃদ্ধি করতে পাস্তুরিত দুধ প্রস্তুতকারকদের কিছু পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্স সেন্টারের সদ্য সাবেক পরিচালক আ ব ম ফারুক। শনিবার (২০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘অধ্যাপক ফারুককে হুমকি প্রদান ও অমর্যাদা’র প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব পরামর্শ দেন। 

এসময় দুধ কোম্পানিগুলোর মালিকদের উদ্দেশ করে অধ্যাপক ফারুক বলেন, ‘দুধকে আরও মানসম্মত করতে হলে, যারা দুধ পাস্তুরাইজেশন করেন, তাদের সঠিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। আর পাস্তুরাইজেশনের যে চেক পয়েন্টগুলো রয়েছে, সেগুলোকে আরও আন্তরিকতা সঙ্গে যেন দেখা হয়, তাহলে পাস্তুরাইজেশনে জীবাণু থাকার কোনও কারণ নেই। অনেক সময় কোম্পানিগুলো প্রতিযোগিতায় থাকে, যার কারণে ব্যব্স্থাপনায় ত্রুটি থাকে। এসব দিকে নজর রেখে দুধ পাস্তুরিত করলে জীবাণুমক্ত হবে।’  

তিনি আরও বলেন, ‘দুধ কোম্পানিগুলো বলছে যে, গরুকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়, যার কারণে দুধে তো কিছু অ্যান্টিবায়োটিক থাকবে। কিন্তু আমি বলবো যে, অবশ্যই অ্যান্টিবায়োটিক রোধে কোম্পানিগুলোর করণীয় আছে, এসব অসত্য তথ্য দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সত্য তথ্য আসুক, আমরা সত্য দিয়েই গণতান্ত্রিক বিতর্ক তৈরি করি। যে গরুকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হবে, অব্শ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত (২১ দিন) ওই গরুর মাংস বা দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। আর গরুকে যদি অ্যান্টিবায়োটিক দিতেই হয়, তাহলে হিউম্যান অ্যান্টিবায়োটিক দেওয়া হোক। তখন আর কোনও সমস্যা সৃষ্টি হবে না।’

এই গবেষক আরও বলেন, ‘আমরা কোনও কোম্পানির স্বার্থে বা বিপক্ষে কাজ করিনি। আমাদের উদ্দেশ্য ছিল, মূলত দুধে কী ট্যাপের পানি না পুকুরের পানি দেওয়া হয় তা যাছাই করা। কিন্তু পরীক্ষা করতে করতে আমরা এধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপ প্রবাহ অব্যাহত থাকার আভাস
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার