X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মিরপুরে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৯, ১৪:০৯আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৫:১৫

 রাজধানীর মিরপুর এক নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর বারোটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তারা বলছেন, গার্মেন্টস মালিক, বিজিএমইএ কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরপুরের এক নম্বর এলাকার মল্লিক টাওয়ারের জারা জিন্স নামে একটি প্রতিষ্ঠান তার কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস না দিয়ে কালক্ষেপণ করছিল। এ কারণে বুধবার (৭ জুলাই) রাতে একবার বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তবে বৃহস্পতিবার সকালেও বেতন-ভাতা না দেওয়ায় বারোটার দিকে শ্রমিকরা ফের সড়কে নেমে আসেন।

 পুলিশ কর্মকর্তারা বলছেন, বুধবার রাতেই জারা গার্মেন্টসের মালিক রিয়াজের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করতে বলা হয়েছে। তবে মালিকপক্ষ নানা অজুহাতে টালবাহানা করছে। বৃহস্পতিবার শ্রমিকরা রাস্তায় নামলে মালিকপক্ষ আত্মগোপন করে। পরে পুলিশ তাকে খুঁজে বের করে বিষয়টি দ্রুত সমাধান করতে বলেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দারুসসালাম জোনের সহকারী কমিশনার হারুন উর রশীদ বলেন, আমরা শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলছি। বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাবে।

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেক কর্মকর্তা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ কামাল হোসেন বলেন, মালিক-শ্রমিক ও বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য বলা হয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে ঈদের আগে শেষ কর্মদিবস ও বৃষ্টির কারণে এমনিতেই রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধের কারণে যানজটের তীব্রতা বেড়েছে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষেরা যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন।

ছবি: মাহমুদ মানজুর

/এনএল/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক