X
শুক্রবার, ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

‘বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অনেক রেটিংয়েই আমরা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৯, ২২:৫৭আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২২:৫৯

শেখ নাহিদ নিয়াজী বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি আন্তর্জাতিক রেটিং আছে। সেটা এক ধরনের স্ট্যান্ডার্ড। টাইমস হায়ার এডুকেশনসহ অনেক রেটিংয়েই আমরা নেই।’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

আমাদের বিশ্ববিদ্যালয়ের মান প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে হেকেপ প্রকল্প বাস্তবায়ন করেছে ইউজিসি। সেখানেও কিন্তু একটা প্যারামিটার ছিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট স্ব-মূল্যায়ন করে রিপোর্ট দিয়েছে। সেখানেও একধরনের মূল্যায়ন হয়েছে। সেখানে ৯টি ক্ষেত্র আছে। এখন তো একটা প্যারামিটার আমরা সেট করেছি। এতদিন তো আমাদের মান কোথায় আছে সেটা জানার নির্দিষ্ট কোনও উপায় ছিল না। এখন তো নির্ধারণের একটা জায়গা পাওয়া গেছে। আগে আমরা মুখে মুখেই মানের কথা বলতাম। যেমন– ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ১৯৯৬ সালে একটি লেখা লিখেছিলেন যে– “প্রাচ্যের অক্সফোর্ড পুরোটাই একটি ‘ভৌতিক’ কথা। এটা মানুষের মুখে মুখে এসেছে।” আমাদের মানের জায়গাটাও একইরকম। আমরা মুখে মুখে বলছি, সরকারি বিশ্ববিদ্যালয় নিজেদেরকে ভাবছে যে, “আমরাই মডেল”। আমরা নিজেরাই এসব কথা তৈরি করলাম, আবার নিজেরাই কোনও স্ট্যান্ডার্ড ঠিক করিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ব্যবস্থাও কিন্তু আজ পর্যন্ত আমাদের এখানে কেউ করেনি।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে অংশ নেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানি ফকির, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক মোহাম্মদ তারেক রহমান।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আইন শিথিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
রাবিতে ভর্তি প্রক্রিয়ার একাধিক তারিখ পরিবর্তন, ক্লাস শুরু ৩ আগস্ট
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা, ছুরিকাঘাত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন