X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সঙ্গে ব্যবসা না করার আহ্বান ড. ইমতিয়াজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ০১:৩২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ০১:৩৭

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ (ছবি: সংগৃহীত)

গণহত্যার দায়ে দোষী মিয়ানমারের সঙ্গে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যবসা করছে তাদেরকে আর দেশটির সঙ্গে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) অ্যাকশন এইডের আয়োজনে রোহিঙ্গাদের ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ড. ইমতিয়াজ বলেন, ’ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে যে তারা নিষ্ঠুর মিয়ানমার সরকারের সঙ্গে ব্যবসা করছে।’

মিয়ানমারের ওপর রাজনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং ভূ-রাজনৈতিক চাপ অব্যাহত রাখার ওপরেও জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

তিনি বলেন, ’রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের পরিচয় উন্মোচন করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে।’

রাখাইনে এ গণহত্যা হয়েছে জানিয়ে ইমতিয়াজ বলেন, এখন অনেকে রোহিঙ্গা সমস্যার জন্য ক্ষতিপূরণ দাবি করছে। ইতোমধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ নির্দিষ্ট অংকের অর্থ ক্ষতিপূরণ হিসাবে দাবি করেছেন।

যেসব দেশে রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে আছে ( বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদিআরব, মালয়েশিয়া) তারা একজোট হয়ে একটি ক্ষতিপূরণ পরিকল্পনা তৈরি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মাহবুব উজ জামান বলেন, ’দ্বিপক্ষীয় ভাবে সমস্যার সমাধান অত্যন্ত ধীরগতিতে এগুচ্ছে।’

তিনি বলেন, মিয়ানমারের মধ্যে যেসব ইন্টারনাল ডিসপ্লেসড ক্যাম্প আছে সেগুলোর বিষয়ে আমরা আমাদের উদ্বেগ মিয়ানমারকে জানিয়েছি।

প্রতিবেশীদের সঙ্গে এই সমস্যা সমাধানে আমরা আলোচনা করছি এবং তিনটি বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে। এগুলো হচ্ছে মিয়ানমারে শত্রুতাপূর্ণ সম্পর্ক বন্ধ করা, প্রত্যাবাসন এবং রাখাইনে অর্থনৈতিক উন্নয়ন।

কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রিফনটেইন বলেন, এই সমস্যা সমাধানের জন্য মিয়ানমারের অভ্যন্তরে পরিবর্তন দরকার।

তিনি বলেন, ’এর জন্য দায়বদ্ধতা নিশ্চিত করা প্রয়োজন।’

জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, ’দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিকভাবে এই সমস্যা সমাধান করতে হবে। ’

উত্তর রাখাইনে জাতিসংঘ কাজ করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ’মিয়ানমারে অনেকে চায় না ওই অঞ্চলে জাতিসংঘ কাজ করুক।’

তিনি বলেন, ’রাখাইনে কী হচ্ছে সেটি জানার জন্য আমাদের সেখানে প্রবেশাধিকার নেই।’

 

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
ইলেক্ট্রোলাইট পানীয় কী? কখন খাবেন?
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
‘উপজেলা নির্বাচনে এমপিদের প্রভাব খাটানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা’
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
দেবিদ্বারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা