দৈনিক কালের কণ্ঠ-এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল। প্রায় আট বছর ধরে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব নেওয়ার পর মোস্তফা কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দীর্ঘ ২৭ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠার সঙ্গে কাজ করছি। এটি আমার বড় অ্যাচিভমেন্ট। যেকোনও সাংবাদিকের আকাঙ্ক্ষা থাকে সম্পাদক হওয়ার। সেই লেভেলে দায়িত্ব পাওয়া তো যেকোনও সাংবাদিকের জন্য আকাশ ছোঁয়ার মতো অনুভূতি!’
আনুষ্ঠানিকভাবে দায়িত্বও বাড়লো মন্তব্য করেন তিনি বলেন, ‘গত তিন বছর ধরেই আমি পত্রিকাটির সম্পাদকের ভূমিকা ও দায়িত্ব পালন করে আসছি। সেটি এখন আনুষ্ঠানিক হলো।’ এরপরও নতুন দায়িত্ব পালনের বিষয়টিকে তিনি চ্যালেঞ্জিং মনে করেন।
মোস্তফা কামাল ২০০৯ সালের মে মাসে সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কালের কণ্ঠ পত্রিকায় যোগ দেন। ২০১০ সালের জানুয়ারিতে তিনি উপ-সম্পাদক হিসেবে পদোন্নতি পান। কালের কণ্ঠ-এ যোগদানের আগে তিনি প্রথম আলো পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে পত্রিকাটির জন্মলগ্ন থেকে তিনি কূটনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। ২০০৯ সালের মে মাস পর্যন্ত তিনি কূটনৈতিক বিটে দায়িত্ব পালনের পাশাপাশি চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
সাহিত্যিক হিসেবে মোস্তফা কামালের বিশেষ পরিচিতি রয়েছে। কলামিস্ট হিসেবেও রয়েছে তার সমান পরিচিতি। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি। সাড়া জাগানো উপন্যাসের মধ্যে ‘অগ্নিকন্যা’, ‘অগ্নিপুরুষ’, ‘অগ্নিমানুষ’, ‘জননী’ ও ‘জনক জননীর গল্প’ উল্লেখযোগ্য। কলকাতার সাহিত্যম তার দুটি বই প্রকাশ করেছে। গত বছর ভারতের নোশন প্রেস থেকে বেরিয়েছে মোস্তফা কামালের তিনটি উপন্যাসের ইংরেজি সংস্করণ ‘থ্রি নভেলস’। গত জানুয়ারিতে লন্ডনের অলিম্পিয়া পাবলিশার্স থেকে প্রকাশিত হয় ‘দ্য মাদার’।
মোস্তফা কামাল ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৮৫ সালে বরিশাল থেকে প্রকাশিত সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন ১৯৯১ সালে। ১৯৯৪ সালে যোগ দেন দৈনিক সংবাদ-এ।
আফগানিস্তানে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, নেপালে রাজতন্ত্রবিরোধী গণঅভ্যুত্থান, পাকিস্তানে বেনজীর ভুট্টো হত্যাকাণ্ড এবং শ্রীলঙ্কায় তামিল গেরিলা সংকট কাভার করেন মোস্তফা কামাল। পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ সফর করেন। তিনি দেশে-বিদেশে সহস্রাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালায় অংশ নেন।
মোস্তফা কামালের জন্ম বরিশালের আন্ধার মানিক গ্রামে। উচ্চশিক্ষা ইংরেজি সাহিত্য ও রাষ্ট্রবিজ্ঞানে। তার অবসর কাটে বই পড়ে, গান শুনে। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।