X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্ত্রী ও দুই ছেলেসহ এসএ গ্রুপের চেয়ারম্যানের সম্পদবিবরণী চেয়েছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৯, ১৯:৪৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:০৮





এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম (ছবি: সংগৃহীত) এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম, তার স্ত্রী ইয়াসমীন আলম এবং দুই ছেলে সাজ্জাদ আরেফিন আলম ও শাহরিয়ার আরেফিন আলমের সম্পদবিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৭ অক্টোবর) দুদক পরিচালক কাজী শফিকুল আলম এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিবরণ দাখিল করতে বলা হয়েছে।
এসএ গ্রুপ চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান। চট্টগ্রামের আগ্রাবাদে এর কার্যালয়। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বাসা হালিশহরে। শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের সম্পদবিবরণীর নোটিশ আগ্রাবাদ ও হালিশহর—দুই ঠিকানাতেই পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় শাহাবুদ্দিন আলম, তার স্ত্রী ও ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ ৭ জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। মামলা দায়েরের পর শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান শুরু হয়।
দুদক জানায়, এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। চট্টগ্রামের একটি থানায় ব্যাংক এশিয়ার করা ঋণ জালিয়াতির মামলায় গত বছরের ১৭ অক্টোবর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন তিনি। তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দুদক জানায়, শাহাবুদ্দিনের ঋণের পরিমাণ ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা। এর মধ্যে ব্যাংক এশিয়া থেকে ঋণ নিয়েছেন ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ