X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভোলার ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ১৪:১৬আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৪:২০

মোহাম্মদপুরে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মিছিল

ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত অন্তত ৪০টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। মোহাম্মদপুর থানা এলাকায় অবস্থিত সব কটি মাদ্রাসা নিয়ে গঠিত ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়া এই বিক্ষোভের আয়োজন করে। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও মোহাদ্দিস মামুনুল হক এতে নেতৃত্ব দেন।

বিক্ষোভ শেষে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড়ে সংক্ষিপ্ত এক সমাবেশ ও দোয়া করেন তারা। এতে বক্তব্য রাখেন মামুনুল হক।

তিনি বলেন, ‘ভোলায় নবী করিম (স.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চার জন শহীদ হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরত কামনা করছি। আমরা তাদের পরিবারের সঙ্গে আছি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। সেখানে সবাই সাহায্য পাঠাবেন।’

মামুনুল হক বলেন, ‘এই মুসলিম দেশে নবীকে কটূক্তি কেউ মেনে নেবে না।’

বিক্ষোভটি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া শেষে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা যার যার মাদ্রাসায় চলে যান। বিক্ষোভে পুলিশের কঠোর নিরাপত্তা দেখা যায়।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে এক হিন্দু তরুণের ফেসবুক আইডি হ্যাক করা হয়। এরপর দুই তরুণ মেসেঞ্জারে গিয়ে আপত্তিকর চ্যাটিং করে। চ্যাটিংয়ের স্ক্রিন শট ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার ধারাবাহিকতায় রবিবার (২০ অক্টোবর) সকালে ভোলার বোরহানউদ্দিনে ‘তৌহিদি জনতা’র ব্যানারে ঈদগাহ মাঠে একটি সমাবেশ হয়। সেখানে পরে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। এসময় গোলাগুলিতে চার ব্যক্তি নিহত হন। জনতার ইট ও লাঠির আঘাতে অন্তত ৮/১০ জন পুলিশ আহত হন।

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা