X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রক্টরকে ক্ষমা চাইতে হবে: ডাকসু সদস্য তানভীর

ঢাবি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৩:৪৪

প্রক্টর সীমা ইসলামের সঙ্গে কথা বলছেন আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণরুম সমস্যা সমাধানের দাবিতে ভিসিকে আল্টিমেটাম দেওয়ায় ডাকসু সদস্য তানভীর হাসান সৈকতের ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়েছিলেন প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী। তার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তানভীর গণমাধ্যমকে মঙ্গলবার (২৯ অক্টোবর) জানান, প্রক্টরের এধরনের বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে৷

সকাল ১০টায় গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে উঠতে গেলে প্রক্টরিয়াল টিমের বাধার  সম্মুখীন হন বিক্ষোভকারী শিক্ষার্থীরা৷ পরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা৷ দাবি মেনে না নেওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা৷ এক পর্যায়ে তারা উপাচার্যকে সরাসরি এসে কথা বলার দাবি জানান৷ কিন্তু উপাচার্য আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধিকে তার কার্যালয়ে ডাকেন৷ তারাও যেতে রাজি হন৷ এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী নারী প্রক্টর অধ্যাপক সীমা ইসলাম কয়েকজন আন্দোলনকারীর পরিচয়পত্র দেখতে গেলে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত এবং আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে ওই প্রক্টরের বাক-বিতণ্ডা হয়৷ এর জেরে আন্দোলনকারীরা উপাচার্যের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের কথা ঘোষণা দেন।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, ‘আমি দাবি আদায়ে উপাচার্যের বাসভবনে ওঠার ঘোষণা দিলে প্রক্টর আমার ছাত্রত্ব বাতিলের হুমকি দেন। বঙ্গবন্ধুও এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য আন্দোলন করে বহিষ্কার হয়েছিলেন৷ আমি তাঁরই একজন সৈনিক৷ এধরনের হুমকি দিয়ে আমাকে দমানো যাবে না৷ প্রয়োজনে দাবি আদায়ে বহিষ্কার হবো, তবুও আন্দোলন চালিয়ে যাবো। তবে প্রক্টরের এধরনের বক্তব্যের জন্য তাকে এখানে এসে ক্ষমা চাইতে হবে৷’

এ বিষয়ে সহকারী প্রক্টর সীমা ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি৷'

 

/এসআইআর/ এপিএইচ/
সম্পর্কিত
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড