X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ক্রিকেটের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ২২:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২২:৫২

বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে আলোচকরা একে অপরকে দোষারোপ না করে ক্রিকেটের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা। তারা মনে করেন, বাংলাদেশের ক্রিকেটকে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে অবকাঠামো থেকে শুরু করে সবকিছু নিয়ে নতুন করে ভাবা দরকার। এর ফলে বর্তমান সংকট আমাদের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে দেখা দেবে। বুধবার (৩০ অক্টোবর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘সংকটে ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তারা। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন স্টুডিওতে অনুষ্ঠিত হয় এই বৈঠকি।

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বৈঠকিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘ক্রিকেট মাঠের খেলা। এটা মাঠেই থাকবে। তবে খেলায় পেশাদারিত্ব, জবাবদিহি, সুশাসন থাকা জরুরি। ঘরোয়া ক্রিকেট নিয়ে খেলোয়াড়দের একটি দাবি ছিল। অনেক দেশের আন্তর্জাতিক ক্রিকেটের ফাউন্ডেশন কিন্তু ঘরোয়া ক্রিকেটের ওপর তৈরি করা। আজকে যেমন আমরা বলছি, “সাকিব না খেললে কী হবে?” এই প্রশ্ন অস্ট্রেলিয়ার কাছে কোনও ব্যাপার না। বাংলাদেশের ক্রিকেটকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। এছাড়া গঠনমূলক সমালোচনার পক্ষে আমি। এটা ব্লেম গেমের বিষয় না। এটা তখনই ব্লেম গেম হয়ে যাবে যখন আমরা নিজেদের ব্যাপারে খুব বেশি সুরক্ষিত হয়ে যাবো। আর কেউ সমালোচনা করলে সেটা যেন কেউ ব্যক্তিগতভাবে না নেন। তবে সমালোচনা করতে হবে ভালোর জন্য। এই ধারা থাকা উচিত।’

বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন এ সময় বিসিবির সাবেক পরিচালক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘এই দুঃসময়ে ক্রিকেটার ও বোর্ডের পরস্পরের কাছে আসার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে, ক্রিকেট বোর্ড যেন তার কাজটি ঠিকমতো করতে পারে। বোর্ডের প্রথম পদক্ষেপ আমার কাছে ভালো লেগেছে দেখে যে পাপন সাহেব সংবাদ সম্মেলনে সাকিবের পাশেই দাঁড়িয়ে ছিলেন এবং বলেছেন যে বিসিবি তার পাশে আছে। এটা খুবই ভালো লক্ষণ এবং আমাদের অবশ্যই এটার প্রশংসা করা উচিত। আমি বিশ্বাস করি, এই দুর্যোগকালে অন্তর থেকে এই কথাটি তিনি বলেছেন।’

তিনি আরও বলেন, ‘সাকিব আজ হোক কাল হোক চলে যেত। সেটার প্রস্তুতি সাকিবকে সামনে রেখেই নিতে হবে। আমরা জানি, এক বছর পরে সাকিবকে আমরা পাবো। কিন্তু ওই এক বছরেই সাকিবকে আমরা দেখাতে চাই যে, উই ক্যান মেইক অ্যানাদার সাকিব! সাকিব হচ্ছে একজনের ভেতরে দুই প্লেয়ার। আমরা অন্তত দুজন দুজন করে তৈরি করি। দুজনকে দিয়ে এক সাকিবের ফলাফল নিয়ে আসি। আমি মনে করি, সেই সুযোগ আছে এবং এই দুর্যোগ আমাকে একটি সুন্দর সকালের স্বপ্ন দেখাচ্ছে।’

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে শুধু জাতীয় দলকে নিয়ে চিন্তা করা উচিত নয়। সারাদেশের ক্রিকেট নিয়ে ভাবা উচিত। আগে যেমন জাতীয় চ্যাম্পিয়নশিপ থেকে প্রথম শ্রেণির ক্রিকেটার আসতো, যেভাবে খেলার চর্চা ছিল, সেই জিনিসগুলো হারিয়ে গেছে। ক্রিকেট বিকেন্দ্রীকরণ করলে নিশ্চয়ই একটি বিভাগের ভেতরে যে কয়টি জেলা আছে সেগুলোকে দেখভাল করতো। সেই চর্চাগুলো করা খুব জরুরি। যে জায়গায় সুবিধা বাড়ানোর কথা খেলোয়াড়রা বলেছে সেই জায়গায় কাজ করা দরকার। সেই পরিপ্রেক্ষিতে ক্রিকেট অপারেশনসটাকে একটি ইন্টারন্যাশনাল উইং করে, আরেকটাকে ডোমেস্টিক উইং করা খুবই জরুরি।’

দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন বলেন, ‘আমাদের অনেক ভাবনার মধ্যে ভাবা উচিত, শুধু বোর্ড না, আমাদের সব ধরনের ক্রিকেটের মান নিচে নেমে গেছে। আমরা কিন্তু আফগানিস্তানের কাছে হেরেছি, সবকিছুতে এই ব্যর্থতা চাপা পড়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক বড় সংকেত আমাদের জন্য। এলার্ম বেল শুধু সাকিবের এটা না, এলার্ম বেল হলো আফগানিস্তানের সঙ্গে হারা, এলার্ম বেল হচ্ছে সাকিব বাদ গেলে বাকি পারফরম্যান্স। ক্রিকেটে আমরা কতটা ভালো এটা একটু যাচাই করা উচিত। আর আমাদের একটি দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকা উচিত। কিছু আইডিয়া যদি আমরা ক্রিকেটের জন্য কাজে লাগাই তাহলে আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।’      

ক্রিকেট কোচ ও সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী ক্রিকেট কোচ ও সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী বলেন, ‘ক্রিকেটের একটি চেতনা আছে। আমরা ক্রিকেট সংশ্লিষ্টরা যে জায়গায় আছি, নিজেদের একটু ক্রিকেটীয় চেতনায় উদ্বুদ্ধ করে, একটু আত্মশুদ্ধির প্রয়োজন আছে। নিজেদের একটু শুদ্ধ করে নিই, আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নে একটু নিবেদিত হই, এটাকে একটা পর্যায়ে নিয়ে না এলে দীর্ঘমেয়াদি ভিশনে হবে না। আমাদের ঘরোয়া ক্রিকেটকে খোলসমুক্ত করতে হবে। আমাদের প্রত্যেককেই শুদ্ধাচারী ক্রিকেটার হতে হবে।’ 

বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘আমার কাছে মনে হয় এই সংকট কেটে যাবে। এই সংকট তৈরি হয়েছে আমাদের ভালো কিছুর জন্য। এ ব্যাপারে আমি প্রচণ্ড আশাবাদী। ব্লেম গেম দূর করে সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি তাহলে খুব দ্রুত আমরা সংকট থেকে বেরিয়ে আসবো।’

সাংবাদিক মুন্নী সাহা

/এসও/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?