X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ধর্ষণচেষ্টা মামলায় সাবেক উপসচিবের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ২৩:০৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:০৮

আদালত ধর্ষণচেষ্টা মামলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বরখাস্ত) ও মোহাম্মদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম রতনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জামিনের এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী প্রকাশ রন্জন বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত শুনানি শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান। কিছু সময় পর পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।’

আইনজীবী আরও জানান, ধর্ষণ চেষ্টা মামলায় সিএমএম আদালত থেকে জামিনের রীতি নেই। কিন্তু, কীভাবে এ আদালত জামিন দিলো তা বোধগম্য নয়।

রবিবার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক নারীকে ধর্ষণচেষ্টা মামলায় রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী ওই নারী বলেন, ‘রেজাউল করিম ১ অক্টোবর তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে মারধর করে তার হাত ভেঙে দেয়। এরপর আমি ৭ অক্টোবর হাজারীবাগ থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করি।’

ওই নারী জানান, এর আগে রেজাউল করিমের বিরুদ্ধে ২০১৮ সালের ২৮ জুলাই ধানমন্ডি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন তিনি। এছাড়া ২০১৯ সালে ২ জুন গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়। দুটি মামলায় চার্জশিটে অভিযোগ প্রমাণ হয়।

অভিযোগকারীর দাবি, এরপর রেজাউল করিম তার সঙ্গে আপস করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দেন।

 

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ