X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘স্পোর্টস ক্লাবগুলো ঘিরে অপকর্ম হলেই ব্যবস্থা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭

স্পোর্টস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় র‌্যাবের মহাপরিচালক ও সাউথ এশিয়ান চিজ (দাবা) কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ বলেছেন, স্পোর্টস ক্লাবগুলো ঘিরে যে অপকর্ম বা অপরাধ হয়েছে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আশা করি, ক্লাবগুলো এখন থেকে ক্লিন থাকবে। পরিচ্ছন্নভাবে ক্লাবগুলো পরিচালনা করা হবে। তিনি বলেন, `কিন্তু যদি অপরাধমূলক কাজ আবারও করা হয়, তাহলে আবারও ব্যবস্থা নেবো।’

মঙ্গলবার (৩ ডিসেম্বর) র‌্যাব সদর দফতরে স্পোর্টস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।


র‌্যাব মহাপরিচালক  বলেন, ‘জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। সেজন্য আমাদের প্রজন্মকে খেলাধুলামুখী করতে হবে। যতবেশি খেলাধুলামুখী করতে পারবো আমাদের প্রজন্মকে, ততবেশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের ঝুঁকি কমবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ক্রিকেটের হাত ধরে। আমাদের ক্রীড়া সাংবাদিকতা, স্পন্সর, সমর্থন সবকিছু ক্রিকেটকে কেন্দ্র করে। এক সময় ছিল ফুটবল। এর বাইরেও যে খেলাধুলায় একটা বিরাট সম্ভাবনা আছে এটা কিন্তু খুব একটা প্রাধান্য পায় না।’





বেনজীর আহমেদ আরও বলেন, দাবা ফেডারেশনের সভাপতি হিসেবে দাবাকে জনপ্রিয় করে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমরা একটা প্রাইভেট করপোরেশনের সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে স্কুল দাবা স্পন্সর করার জন্য। তাহলে সেখান থেকে ভালো একটা ফলাফল আসবে। যারা দাবা খেলেন, তারাও স্কুল পর্যায়ে বেশি করে দাবা খেলার আয়োজন করতে বলেন।’





উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কংগ্রেসে সর্বসম্মতিক্রমে সাউথ এশিয়ান চিজ কাউন্সিলের  প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। দক্ষিণ এশিয়ার আটটি দেশের (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান) প্রতিনিধিরা এই কংগ্রেসে উপস্থিত ছিলেন।

 

/জেইউ/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দীপকের গোলে অবশেষে রাসেলের হাসি
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ