X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ঢাবি ছাত্রকে শিবির অপবাদ দিয়ে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ০২:২১আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪

 

রাকিবুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে শিবির অপবাদ দিয়ে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্যার এ এফ রহমান হলে রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন রাকিবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

রাকিবের অভিযোগ, তিনি রবিবার রাতে হলে ঘুমাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে তার রুমে আসেন হল শাখা ছাত্রলীগের কয়েকজন। তারা তাকে ঘুম থেকে উঠিয়ে গেস্টরুমে নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শিবির অপবাদ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে মারধর করা হয়।

রাকিবের দাবি, ‘তার বিভাগের প্রথম বর্ষের সুমন নামের এক জুনিয়রকে ছাত্রদলকর্মী সন্দেহে মারধর করা হয়। সে অন্য কাউকে চিনে কিনা জিজ্ঞাসা করা হয়। সুমন তাকে (রাকিব) চেনে বলে তাদেরকে জানায়।’

রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ঘুম থেকে তুলে গেস্টরুমে আনা হয়। সেখানে এসে দেখি আমার বিভাগের ছোট ভাই সুমনকেও মারা হচ্ছে। তাকে শিবির অপবাদ দিয়ে মারধর করেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফসার হাসান রানা, লাভলু, জহিরসহ আরও কয়েকজন। অন্যদের আমি চিনি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফসার হাসান রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে কিছুই জানি না।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সমাবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম। ঘটনা সম্পর্কে অবহিত নই। ঘটনাটি যাচাই-বাছাই করে যদি কেউ অপরাধী প্রমাণিত হয়, তাহলে ব্যবস্থা নেবো।’

এই প্রসঙ্গে জানতে চাইলে স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। সমাবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম। একজন আবাসিক শিক্ষককে এটি দেখার জন্য দায়িত্ব দিয়েছি। ব্যবস্থা নেবো।’

 

/এনআই/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র