X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পুলিশের কাছ থেকে সাংবাদিক অর্ণবের মৃত্যুর খবর পায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:৪০


অর্ণব মজুমদার দীপায়ন অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্পোর্টস ডেস্কের সহ-সম্পাদক অর্ণব মজুমদার (২৭) দীপায়ন মারা গেছেন।  শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে অসুস্থবোধ করায় রাজধানীর দক্ষিণখানে কেসি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

অর্ণবের চাচা নিখিল মজুমদার বলেন, ‘দুপুরে মাকে ফোন করে অর্ণব পেট ব্যথার কথা বলেছিল। তখন ওর মা বলেছিলেন, ওষুধ খেতে। পরে পুলিশের কাছ থেকে  অর্ণবের মৃত্যুর খবর পাই।’ 

অর্ণবের গ্রামের বাড়ি নেত্রকোনায়। হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের পর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

দক্ষিণখান থানার এসআই ইব্রাহিম বলেন, ‘ফার্মেসি মালিকের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি,ওষুধ কিনতে এসে রাস্তার ওপর পড়ে যায় অর্ণব। পরে আমাদের খবর দিলে আমরা হাসপাতালে নিয়ে যাই।’
দক্ষিণখানের কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. খালিদ হোসেন বলেন, ‘আমাদের এখানে ওকে নিয়ে আসা হয়েছিল বেলা ১টা ৪০ মিনিটে। তার আগেই আসলে তিনি মারা গেছেন। এখানে কিছু করার ছিল না আমাদের।’

বিসিবির শোক প্রকাশ তিনি আরও বলেন, অর্ণবের রক্তচাপ কিছুটা বেশি ছিল বলে পরে স্বজনদের কাছ থেকে জানতে পেরেছেন। হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার।
অর্ণবের বাবা দিলীপ কুমার মজুমদার মারা গেছেন আগেই।, মা ঝুনু রানী সরকার একজন অবসরপ্রাপ্ত নার্স। গ্রামের বাড়িতে থাকেন। একমাত্র বোন সুভদ্রা উর্মিলা মজুমদার পেশায় চিকিৎসক। তিনি বর্তমানে ভারতের চেন্নাইয়ে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন তিনি।
ঢাকার দক্ষিণখানে ছোট চাচার বাসায় থেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই সংবাদপত্রে কাজ শুরু করেন অর্ণব। খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই বেছে নেন ক্রীড়া সাংবাদিকতা।
গত অক্টোবরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়া আগে তিন বছর দৈনিক সমকালের ক্রীড়া বিভাগে কাজ করেছিলেন তিনি।  

অর্ণবের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। শুক্রবার টি-টোয়েন্টি খেলা চলাকালে ইলেকট্রনিক বিলবোর্ডে শোক বার্তা প্রকাশ করা হয়।


/আরজে/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?