X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

উন্নত ঢাকা গড়‌তে ৯০ দি‌নের ম‌ধ্যে মহাপ‌রিকল্পনা কর‌বো: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৫:৩৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:৪০

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যারিস্টার তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ‘ঢাকাবাসীর চাহিদা কিন্তু বেশি নয়। চার পাঁচটা মৌলিক সমস্যা সমাধান করলে ঢাকাবাসী সন্তুষ্ট। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধা‌নের জন্য ৯০ দি‌নের মধ্যে মহাপ‌রিকল্পনা কর‌বো।’

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তাপস বলেন, ‘ঢাকা শহরে যারা বসবাস করি, আমরা দেশের যেপ্রান্ত থেকে আসি না কেন, সবাই ঢাকাকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই ঢাকাকে উন্নত করার এটা একটা সুযোগ, এরপরে আর সুযোগ আসবে কিনা জানি না। তাই এখনই সুযোগ, এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েছি। বিশ্বাস করি, সততা-নিষ্ঠা-একাগ্রতা নিয়ে ২৪ ঘণ্টা যদি আমি কাজ করি, তাহলে পরিবর্তন আনতে পারবো। সেবাগুলো ঢাকাবাসীর কাছে পৌঁছে দিতে পারবা। যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ তিন বছরের মধ্যে ঢাকাকে পরিবর্তন করতে পারবো।’

তিনি বলেন, ‘ঢাকাবাসীর চাহিদা কিন্তু বেশি নয়। চার-পাঁচটা মৌলিক সমস্যা সমাধান করলে ঢাকাবাসী সন্তুষ্ট। কিন্তু আমরা অনেক সময় অতিবাহিত করে ফেলেছি অবহেলায়। অনিশ্চয়তার কারণে সেগুলো করা হয়নি। আমি দায়িত্ব গ্রহণের পরে ইনশাআল্লাহ ৯০ দিনের মধ্যে ঢাকার মৌলিক সমস্যাগুলো সমাধান করবা। আমরা একটি মহাপরিকল্পনা নেবো। এই পরিকল্পনা কিন্তু সিটিকরপোরেশন আগে কখনও করেনি। স্থানীয় সরকার হিসেবে ঢাকাবাসীর সমস্যাগুলো সমাধান করার কথা সিটি করপোরেশনের। ঢাকাকে উন্নত করার ব্যাপারে ইতোমধ্যে আমরা নগর পরিকল্পনাবিদদের সঙ্গে আলোচনা করেছি।’

তাপস আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব শুধু সাংবাদিকদের স্থান নয়, সবার মত প্রকাশের স্থান। আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে সাংবাদিকদের যেকোনও সমস্যা ও তাদের মতামত আমি গ্রহণ করবো এবং পাশে থাকবো। কারণ আমি বিশ্বাস করি, সাংবাদিকদের মতামত থেকে ঢাকাবাসীর চা‌হিদা উপলব্ধি করা যায়।’

মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



/এইচএন/ এএইচ/
সম্পর্কিত
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
‘শেখ হাসিনা কেবল দেশের উন্নয়ন করেননি, জাতিকে কলঙ্কমুক্তও করেছেন’
৩৫ হাজার রিকশাচালককে ছাতা দেবে ডিএনসিসি
সর্বশেষ খবর
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
ভারতকে ১৪৫ রানে থামালো বাংলাদেশ
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে