X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাইনি: দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৪

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘ভোটগ্রহণ কর্মকর্তা হোক বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হোক, কেন্দ্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কেউ বলেননি, কোনও কেন্দ্রে কারও এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বা আসতে দেওয়া হয়নি। কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেন, তাহলে আমরা ব্যবস্থা নেবো। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে অবস্থিত নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্রে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাধারণ অভিযোগের ওপর অ্যাকশন নেওয়া খুবই কঠিন। কারণ নির্দিষ্ট অভিযোগ করতে হবে কোন কেন্দ্র থেকে কখন, কাকে বের করে দেওয়া হয়েছে। আদৌ সেখানে কাউকে এজেন্ট হিসেবে দেওয়া হয়েছে কিনা। সেগুলো যদি নির্দিষ্ট করা না হয়, তাহলে ব্যবস্থা নেওয়া যায় না। তবে আমরা যেসব কেন্দ্রে গেছি, সেগুলোতে যখন জিজ্ঞাসা করেছি তারা বলছে সব প্রার্থীর এজেন্ট আছে।’
আবদুল বাতেন বলেন, ‘আমরা লিখিত ও মৌখিকভাবে অনেক অভিযোগ পাচ্ছি। সেগুলো নিজেরাও সরেজমিনে গিয়ে দেখছি। অভিযোগ যদি আইনশৃঙ্খলা সংক্রান্ত হয়, তখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানিয়ে দিচ্ছি। আরও বড় ধরনের সমস্যা যদি দেখি তখন বিজিবি বা র‌্যাবকে বলছি। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনও সহিংসতা বা কার্যক্রমের পরিপন্থী কোনও ঘটনা পরিলক্ষিত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে ছোটখাটো ঘটনা ঘটেছে, যেগুলো বাংলাদেশের রাজনৈতিক কালচার বলে পরিগণিত হয়।’ তিনি বলেন, ‘পাল্টাপাল্টি অভিযোগ বা একটা ঘটনা ঘটলে একটু বড় করে বলা। ছোট হোক, বড় হোক, আমরা সব ধরনের অভিযোগের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি।’
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। কিছু স্বাভাবিক ঘটনা ঘটছে। যেমন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নতুন এসেছে। একটি নতুন জিনিসের সঙ্গে ভোটারদের পরিচিত হতে একটু সময় লাগে। কেন্দ্র থেকে যখনই মানুষ ভোট দিয়ে আসেন, তারা খুব হাসিমুখে বের হন।’

ভোটার উপস্থিতির হার ভালো, তবে একটু কম
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, আমরা দেখেছি এখন পর্যন্ত ভোটার উপস্থিতির হার ভালো। তবে একটু কম। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। যেসব কেন্দ্রে উপস্থিতি কম আসলে সেগুলোতে ভোটার সংখ্যা কেমন সেটা তো আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই।

আরও পড়ুন: কিছু ত্রুটি থাকলেও ভোট ভালো হচ্ছে: রিটার্নিং কর্মকর্তা


/এসএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু