X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আতিকের সঙ্গে সেলফি তুলতে ভোটকেন্দ্রে জটলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সঙ্গে সেলফি তুলতে ভোটকেন্দ্রে জমায়েত ও জটলা সৃষ্টির ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আতিকুল ইসলাম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গেলে এ ঘটনা ঘটে।

দুপুরে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে ওই স্কুলে যান। এ সময় উৎসুক নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে ভোটকেন্দ্রে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এতে ভোটকেন্দ্রের প্রবেশমুখে জটলা সৃষ্টি হয়।

আতিকের সঙ্গে সেলফি তুলতে ভোটকেন্দ্রে জটলা বিষয়টি স্বীকার করে আতিক বলেন, ‘আমি শুধু ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করছি। এটা নির্বাচনি আচরণবিধির আওতায় পড়ে। তবে কেন্দ্র পরিদর্শনে গেলেই নেতাকর্মীরা ঘিরে ধরে সেলফি তুলছে। তাই আমি কয়েকটি কেন্দ্রের বাইরে থেকেই ঘুরে এসেছি। ভোটকেন্দ্রের ভেতরে যাইনি। ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা সবার স্বার্থেই এমনটি করেছি। তাই কেন্দ্রের সামনে মাঠে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছি। এটি আইন মেনেই করছি।’

এ বিষয়ে জানতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ সময় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমের বিষয়ে প্রশ্ন করলে আতিক বলেন, ‘এটি মূলত অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটের আগের দিন এবং ভোটের দিন ছুটি থাকায় ভোটাররা ছুটির আমেজে রয়েছেন। তাই হয়তো দেরি করে আসছেন। সবাইকে এখনও নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট প্রদান করতে আহ্বান জানাচ্ছি।’

/এসজেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত